পুরুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধাপ পরিচারিকার দেহ, চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত দুই

পুরুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধাপ পরিচারিকার দেহ, চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত দুই
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকা খুনের কিনারা করলো পুলিশ। খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই অভিযুক্ত। এ বিষয়ে পুরুলিয়া সদর থানাতে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগণ। তিনি জানান, ধৃত মূল অভিযুক্ত ভিকি শর্মা।
রবিবার পুরুলিয়া শহরের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের স্থানীয় পোকাবাঁধ পাড়া এলাকায়। একইসঙ্গে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বছর বাহান্নর নন্দিতা দাস কর্মকার। তার স্বামী প্রদীপ দাস কর্মকার পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তাঁর একটি সোনার দোকান রয়েছে পুরুলিয়া শহরে। গোটা ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। কিন্তু কেন বাড়িতে ঢুকে অভিযুক্তরা খুন করলো তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ এর প্রাথমিক অনুমান, ডাকাতির পরিকল্পনা নিয়েই অভিযুক্তরা ঢুকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।


