রায়গঞ্জে রক্তদান শিবির, রক্ত দিলেন বিএসএফ জওয়ানরাও

রায়গঞ্জে রক্তদান শিবির, রক্ত দিলেন বিএসএফ জওয়ানরাও
18 Mar 2023, 05:55 PM

রায়গঞ্জে রক্তদান শিবির, রক্ত দিলেন বিএসএফ জওয়ানরাও

 

তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ

 

রক্তদান শিবিরের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রেলস্টেশন সংলগ্ন এলাকায়। রায়গঞ্জ গুড মর্নিং ও রায়গঞ্জের বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।  সাধারণ মানুষদের যেমন রক্ত দিতে দেখা যায় তেমনই বিএসএফের পক্ষ থেকেও অনেক জওয়ান রক্ত দেন। জানা যায়, প্রতি বছর এই সময় রক্তের সংকট দেখা দেয় রায়গঞ্জ ব্লাড ব্যাংকে। ফলে প্রচুর মানুষ রক্তের জন্য হন্যে হয়ে খোঁজ খবর করতে থাকেন। কিন্তু সব সময় সহজে রক্ত পান না। এই সংকট মোকাবেলার জন্য এই ধরনের উদ্যোগ বলে জানান গুড মর্নিং এর গগন চৌধুরী এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলবন্ধ শর্মা। 

Mailing List