গণেশ পূজা উপলক্ষে সাঁকরাইলের কুলটিকরীতে রক্তদান শিবির

গণেশ পূজা উপলক্ষে সাঁকরাইলের কুলটিকরীতে রক্তদান শিবির
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: সাঁকরাইল ব্লকের কুলটিকরী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বৃহস্পতিবার K.Y.F.C.A ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নয়াগ্রাম ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। গণেশ পূজা উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন। এবার ২৬ তম বর্ষ গণেশ পূজার তৃতীয় দিন বৃহস্পতিবার এই মহৎ কর্মসূচির আয়োজন ওই ক্লাবের পক্ষ থেকে করা হয়।জানা গেছে এদিন পঞ্চাশ জনের ও বেশি মহিলা পুরুষ মিলিয়ে রক্ত শিবিরে এসে রক্তদান করেছেন। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউৎ, কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের প্রধান পুটো সিং মুর্মু সহ আরো অনেকে। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্ত দাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউত। তিনি বলেন রক্তদান মহৎ দান, রক্ত দানের বিকল্প অন্য কিছুই হতে পারে না। তাই যারা রক্ত দিয়েছেন তাদেরকে তিনি সাধুবাদ জানান এবং সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি গণেশ পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করায় কুলটিকরীর রক্তদান শিবিরের আয়োজক ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


