স্পঞ্জ আয়রণ কারখানায় ফার্নেসে বিস্ফোরণ, বাঁকুড়ায় আহত পাঁচ শ্রমিক

স্পঞ্জ আয়রণ কারখানায় ফার্নেসে বিস্ফোরণ, বাঁকুড়ায় আহত পাঁচ শ্রমিক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফেটে গেল স্পঞ্জ আয়রন কারখানার ফার্নেস। তাতে গুরুতর জখম হলেন পাঁচ শ্রমিক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের একটি কারখানায়। আহতদের পাঠানো হয়েছে বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতাল। ২ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়েছে।
একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। গত বুধবার রাতে এই ঘটনাটি ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছে কাজ চলাকালীন কারখানার অন্দরে একটি ফার্নেস ফেটে যায়। তাতেই ঝলসে গিয়েছেন এই পাঁচ শ্রমিক। ওই
কারখানার শ্রমিক সুখবিন্দার যাদব বলছেন, ‘‘সন্ধের পর কারখানার ফার্নেসের কাছে কাজ করছিলেন শ্রমিকরা। তখনই ফার্নেস ফেটে যায়। তাতেই জখম হয়।’’ এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। ঘটনায় তীব্র ক্ষিপ্ত সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতা সুজয় চৌধুরীর অভিযোগ, বড়জোড়ায় শ্রমিকদের কোনও নিরাপত্তার নেই। এবিষয়ে রাজ্য সরকারেরও কোনও উদ্যোগ নেই। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। সমস্যা সমাধানের উদ্যোগও চলছে।
বড়জোড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ পন্ডিত জানিয়েছেন, "বিষয়টি খতিয়ে দেখে ববস্থা নেওয়া হবে।"


