খেজুরিতে বিজেপির জেলা পরিষদ সদস্যার তৃণমূল কংগ্রেসে যোগ 

খেজুরিতে বিজেপির জেলা পরিষদ সদস্যার তৃণমূল কংগ্রেসে যোগ 
29 Sep 2023, 06:35 PM

খেজুরিতে বিজেপির জেলা পরিষদ সদস্যার তৃণমূল কংগ্রেসে যোগ 

 

সুব্রত গুহ, পূর্ব মেদিনীপুর

 

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিজেপির নির্বাচিত সদস্যা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।   গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের খেজুরি- ১ব্লকে জেলা পরিষদের ৫৬ নম্বর সিটে বিজেপি প্রার্থী হিসেবে বুলুরাণী করণ নির্বাচনে জয়ী হয়ে  পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা হন। শুক্রবার  খেজুরিতে এক অনুষ্ঠানে বাংলার জননেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের উন্নয়ন মূলক কাজকর্মে সামিল হতে নিজের দল বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। আজকের দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তন্ময় ঘোষ ,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমতী সুহাসিনী কর  ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরি- ১ নম্বর ব্লকের সভাপতি বিমান নায়ক ,খেজুরি- ১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক ,খেজুরি- ১ ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জালালউদ্দীন খান প্রমুখ।

Mailing List