অভিষেকের অফিসে গিয়েছিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, পরোক্ষে নিজেই বুঝিয়ে দিলেন অভিষেক

অভিষেকের অফিসে গিয়েছিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, পরোক্ষে নিজেই বুঝিয়ে দিলেন অভিষেক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কী গিয়েছিল বিজেপির খড়্গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তেমনই একটি ছবি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। যদি সেই ছবি নিয়ে বেশ কয়েকদিন নীরব থাকতে দেখা গিয়েছিল উভয়পক্ষকেই। এবার মুখ খুলেছেন হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওই ছবি কম্পোজ করা।
এবার তা নিয়ে মুখ খুললেন অভিষেক। শনিবার নিজের লোকসভা ক্ষেত্র দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে উন্নয়ন নিয়ে প্রশাসনিক সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমি যদি হিরণ চট্টোপাধ্যায়ের জায়গায় হতাম, আমার যদি কেউ ফেক ছবি প্রকাশ করতো, আমি দু’টো কাজ করতাম। একটি সিভিল ডিফামেশন আর একটা ক্রিমিনাল কেস। আমি হিরণকে অনুরোধ করবো এ দু’টো করার জন্য। আমার ছবিটা বিক্রিত করে করা হয়েছে বলে ক্রিমিনাল কেস করতে। বিজেপির তো অনেক এজেন্সি রয়েছে। দেখে নিক হিরণ কোথায় ছিল?’’
তাহলে কী আপনার সঙ্গে দেখা হয়েছিল। প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘‘আমি এখন অনেক কিছুই প্রকাশ করতে পারি। কিন্তু সেটা অনৈতিক হবে। আমরা অনৈতিক কিছু করি না। আমি এক মিনিটেই দাবি নস্যাৎ করে দিতে পারি। কিন্তু সেটা করবো না। আমি হলে থানায় অভিযোগও করতাম।’’ এক কথায় অভিষেক পরোক্ষে বুঝিয়ে দিলেন, সেদিন হিরণ তাঁর অফিসে গিয়েছিলেন।
দেব এনামুলের টাকা নিয়ে ছবি করছে বলেও অভিযোগ তোলেন হিরণ। এবং মিঠুন চক্রবর্তীকেও টাকা পেরৎ দিতে হবে? অভিষেক বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী তো বিজেপিতে রয়েছেন। হিরণও দাবি করছে বিজেপিতে। আগে উনি মিঠুন চক্রবীর্তকে বোঝান। তারপর আমরা দেবকে বোঝাবো।’’


