গ্রুপ সি-র চাকরি বাতিলের তালিকায় এবার বিজেপি নেতার মেয়ের নাম! সাফাই দিতে গিয়ে কী বলে ফেললেন বিজেপি নেতা?  

গ্রুপ সি-র চাকরি বাতিলের তালিকায় এবার বিজেপি নেতার মেয়ের নাম! সাফাই দিতে গিয়ে কী বলে ফেললেন বিজেপি নেতা?   
11 Mar 2023, 10:15 PM

গ্রুপ সি-র চাকরি বাতিলের তালিকায় এবার বিজেপি নেতার মেয়ের নাম! সাফাই দিতে গিয়ে কী বলে ফেললেন বিজেপি নেতা?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ওএমআর শিটে কারচুপি করে নিয়োগ পাওয়ার অভিযোগে আদালতের নির্দেশে শুক্রবারই এসএসসির গ্রুপ-সির ৮৪২ জনের চাকরি এখন বাতিলের খাতায়। শুক্রবারই বাতিল চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকাতেই রয়েছে বাগদার বিজেপি নেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের মেয়ে বৈশাখী বরের নাম। গ্রুপ-সি-র চাকরি বাতিলদের তালিকায় তাঁর নাম আসতেই ফের সরগরম রাজনৈতিকমহল। নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সব সময়ই সরব বঙ্গ বিজেপি। কিন্তু অবৈধ ভাবে চাকরি প্রাপকদের তালিকায় এবার খোদ বিজেপি নেতার মেয়ের নাম।

শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৪২৮ নম্বরে নাম রয়েছে বৈশাখীর। আরও অভিযোগ, বিজেপি নেতার জামাইয়ের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে ধৃত চন্দন মণ্ডলের যোগাযোগ ছিল। সেই সুবাদেই নাকি চাকরি বাগিয়েছিলেন বিজেপি বিধায়কের মেয়ে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন দুলাল বরের মেয়ে বৈশাখী। এই ঘটনা সামনে আসতেই গোটা বিষয়টি মেয়ের শ্বশুর বাড়ির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন দুলাল বর।

বাগদার প্রাক্তন বিধায়কের দাবি, তিনি কাউকে কখনও মেয়ের চাকরির জন্য এক টাকাও দেননি। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারপর কার সঙ্গে যোগাযোগ করে, কিভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। সাফাইয়ের সুরে তিনি বলেন, পাঁচ-সাত বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ নদিয়ায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম৷ সেখান থেকে ব্যারাকপুরের একটি স্কুলে সে কীভাবে চাকরি পেয়েছে তা মেয়েই বলতে পারবে৷ তবে অভিযোগ উঠছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত চন্দন মণ্ডকের সঙ্গে বিজেপি নেতা দুলাল বরের নিয়মিত যোগাযোগ ছিল। বিজেপি নেতার বাড়িতেও যাতায়াত ছিল চন্দনের। তবে এসব এখন মানতে নারাজ দুলাল। বৈশাখীও এ নিয়ে এখন নীরব। রাজ্য বিজেপি নেতারাও মুখে কুলুপ এঁটেছেন।

Mailing List