ভয়ঙ্কর তথ্য দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা, অনুব্রত মন্ডলের সঙ্গে তলে তলে যোগ ছিল বিজেপির কিছু নেতারও!

ভয়ঙ্কর তথ্য দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা, অনুব্রত মন্ডলের সঙ্গে তলে তলে যোগ ছিল বিজেপির কিছু নেতারও!
19 Aug 2022, 01:00 PM

ভয়ঙ্কর তথ্য দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা, অনুব্রত মন্ডলের সঙ্গে তলে তলে যোগ ছিল বিজেপির কিছু নেতারও!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর রাজ্যজুড়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে বিজেপি নেতাদের মধ্যে। কোথাও মিছিল হয়েছে তো কোথাও মিষ্টি বিলি হয়েছে। কেউ কেউ ফেসবুক লাইভে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু বোলপুরে সে রকম কোনও কর্মসূচী খেয়াল করেননি বিজেপি নেতা অনুপম হাজরা।

তিনি সম্প্রতি দিল্লিতে ছিলেন। এখন বীরভূমে ফিরেছেন। তারপরই তিনি ফেসবুক লাইভে আসেন। আর ফেসবুক লাইভে এসেই সেই ঘটনার উল্লেখ করেন। সেই ঘটনায় যে তিনি ক্ষিপ্ত তাও বুঝিয়ে দিয়েছেন। তার সঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি বেশ কিছু তথ্যও পেয়েছেন। যে তথ্য কিন্তু মারাত্মক। তা হল, তিনি জানতে পেরেছেন বোলপুরের কিছু নেতা তলে তলে যোগাযোগ রাখতেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের সঙ্গে! তিনি মনে করেন, এই ঘটনা দলের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক।

অনুপম হাজরার মতে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন বোলপুরের বহু বিজেপি নেতা-কর্মী। ঘরছাড়াও হয়েছিলেন। অ‌নুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর তাঁরা বাড়ি ফিরছেন। আর এমন সময় দলের নেতাদের মধ্যে উচ্ছ্বাস নেই। উল্টে তলে তলে যোগাযোগ করার কথা উঠছে।  

Mailing List