বিজেপি থেকে তৃণমূলে যোগ হাওড়ার আমতায়

বিজেপি থেকে তৃণমূলে যোগ হাওড়ার আমতায়
18 Nov 2022, 06:00 PM

বিজেপি থেকে তৃণমূলে যোগ হাওড়ার আমতায়

 

সুলেখা চক্রবর্তী, আমতা

 

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিরোধীরা যখন পঞ্চায়েত ভোটের আগে জমি ফিরে পেতে চাইছে, সেই সময়ই তৃণমূলে যোগ দিল বিজেপির কর্মী-সমর্থকরা। শুক্রবার এমনই ঘটনা ঘটলো হাওড়ার আমতায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রায় পাঁচশো বিজেপি কর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। প্রসঙ্গত আমতা বৃত্তের একদা তৃণমূল নেতা শান্তনু ঘোষ ওরফে বুবুন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগদান করেন। পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের সদলবলে তৃণমূল কংগ্রেসে ফিরলেন। এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজির হাত ধরে তিনি দলে ফেরেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মুক্তিরচকের বিজেপি নেতা বিকাশ পাত্রও এদিন তৃণমূল কংগ্রেসে ফেরেন। এদিন শান্তনু ঘোষ জানান, "বিজেপি-র জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। অন্যদিকে শান্তনু ঘোষের সদলবলে তৃণমূলে ফেরা মেনে নেয়নি তৃণমূল কংগ্রেসের একটা পক্ষ। জানা গিয়েছে, তা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে।

এর ফলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধাক্কা খাবে বলেই সকলের অভিমত। যদিও বিজেপি-র দাবি, এর ফলে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে বিজেপির কোনও ক্ষতি হবে না। প্রসঙ্গত, এই মুহূর্তে এই দলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের রাজনৈতিক মহল।

Mailing List