নানা রূপে পাখি, পুলিশ ইন্সপেক্টর সুজন রায়ের লেন্সে

27 Feb 2022, 11:32 AM

নানা রূপে পাখি। পাখিদের জলকেলি, পাখিদের ভালোবাসা, ওড়ার আনন্দ। সারা বাংলা জুড়ে পাখিরা প্রতিনিয়ত আপন মনে ঘুরে বেড়ায়।  আর সেগুলিই ক্যামেরাবন্দি করলেন পুলিশ ইন্সপেক্টর সুজন রায়।

পুলিশ মানেই খাকি উর্দি পরে কাঁধে বা হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো নয়। চোর-ডাকাত ধরা নয়। এ তো চাকরি জীবনের অঙ্গ। কিন্তু তার বাইরেও তো আসলে সবাই মানুষ। যে মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকে এক শিল্পীসত্ত্বা। আর সেই শিল্পী মন দিয়েই খিচিক খিচিক করে ছবি তুলেছেন সুজনবাবু।

Mailing List