Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪১ / বুলবুলি

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪১ / বুলবুলি
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪১
বুলবুলি
রেহান কৌশিক
লেজের গোড়া টুকটুকে লাল, প্রান্তভাগটি সাদা
চালাকচতুর পাখি এরা, নয়তো বোকা-হাঁদা।
মাথার ওপর কালো ঝুঁটি, বাদামি শরীর
জোড়ায় কিংবা দলে ঘোরে, থাকে না তো স্থির।
সব খাবারেই রুচি আছে, অরুচি নেই কিচ্ছু
যখন-তখন দাঙ্গা করে, এমনি এরা বিচ্ছু!
উচ্চস্বরে ডাকে এরা, সারাবছর ধ'রে
গ্রাম-শহরে, খেতখামারে, সব জায়গায় ওড়ে।
# ইংরেজি নাম # Red-vented Bulbul
# হিন্দি নাম # বুলবুল
# বিজ্ঞানসন্মত নাম # Pycnonotus cafer
# অন্যান্য জ্ঞাতি # Common Bulbul, White-eared Bulbul, Brown-breasted Bulbul, Yellow- breasted Bulbul, White-browed Bulbul, Sooty-headed Bulbul, Stripe-throated Bulbul
# শরীর বাদামি পালকে ঢাকা। তাতে মাছের আঁশের মতো দাগ থাকে। ডানার প্রান্তভাগ কালচে বাদামি। লেজও বাদামি, কিন্তু লেজের ডগা সাদা এবং লেজের গোড়ার নীচের অংশ টুকটুকে লাল। মূলত এইজন্যই এদের নাম Red-vented Bulbul. এরা সর্বভুক। পরিপাটি করে বাসা বানায়। লড়াইবাজ পাখি হিসাবে এদের ভুবনজোড়া খ্যাতি। ভারত, বাংলাদেশ, ইরাক, ইরান, আফগানিস্তানের মানুষ এদের দিয়ে লড়াই করাত। পোষা ছাড়াও বুনো বুলবুলিরাও নিজেদের মধ্যে এমন লড়াইয়ে মেতে ওঠে যে তখন কোনোদিকে হুঁশ থাকে না। এমনই এরা দাঙ্গাবাজ।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে তিনটি ডিম পাড়ে। রং হালকা গোলাপি। তাতে লাল লাল ছিটে লক্ষ্য করা যায়।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


