Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৩/ ময়ূর

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৩/ ময়ূর
25 Nov 2022, 09:44 AM

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৩/ ময়ূর

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক ৪৩

ময়ূর

রেহান কৌশিক

 

পেখম ম্যালে ময়ুরগুলো মেখলা আকাশ হ'লে

ভুবনখানি তখন যেন রংয়ের ছটায় দোলে।

 

মাথায় ওপর চুড়ো থাকে, পা-দুখানি বড়ো

দেখলে এদের সাপগুলো সব ভয়েই জড়সড়ো।

 

বনবাদাড়ে, শস্যমাঠে সারাটাদিন চরে

দিন ফুরিয়ে সন্ধে হ'লে, ফেরে নিজের ঘরে।

 

মাটির গর্তে কাঠকুটোতে তৈরি করে ঘর

সুরেলা নয় গলার আওয়াজ, কণ্ঠে 'কেকা' স্বর।

 

# ইংরেজি নাম # Indian Peafowl

# হিন্দি নাম # মোর, ময়ূর

# বিজ্ঞানসন্মত নাম # Pavo cristatus

# অন্যান্য জ্ঞাতি # Red Jungle-fowl, Grey Jungle-fowl

# ময়ূরের পেখম থাকে, ময়ূরীর নয়। এ-কারণে পুরুষ-পাখি বেশ বর্ণময়। লম্বা ও সারিবদ্ধ লেজের পালকে রঙিন চোখের মতো দাগ থাকে। সবুজ চকচকে ঘাড়। গলা ও বুক নীল। ময়ূরের ডাককে 'কেকা' বলে ঠিকই কিন্তু গলা থেকে 'কেই-অউ, কেই অউ' এবং 'কআ-আন, কআ-আন' শব্দই বের হয়। ময়ুর ভারতের জাতীয় পাখি।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। রং দুধ মেশানো কফির মতো।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List