বীরভূম Birbhum ফের বীরভূমের নানুরে বোমা উদ্ধার, খড়ের গাদা থেকে মিললো ৭০টি তাজা বোমা বীরভূম (Birbhum) জেলা জুড়ে প্রায় ৫০০ এর মতো তাজা বোমা উদ্ধার হয়েছে। 02 Jun, 2023 Birbhum বাসের ধাক্কায় মাথা থেঁতলে গেল বাইক আরোহীর, মৃত্যু লাভপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। 31 May, 2023 ফের তাজা বোমা উদ্ধার সিউড়ির গ্রাম থেকে প্রসঙ্গত বেশ কিছুদিন আগে এই গ্রাম থেকেই বোমা উদ্ধার করেছিলো পুলিশ। 31 May, 2023 রোগী মৃত্যু, ফের বিক্ষোভ বোলপুর মহকুমা হাসপাতালে হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রশান্ত কুমার মন্ডল ভুল ইনজেকশন দেওয়াই বাপি সেখের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন 30 May, 2023 হাসপাতালে নেই পরিষেবা, অভিনব প্রতিবাদ DYFI এর ডেপুটেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন DYFI নানুর কীর্ণাহার লোকাল কমিটির সভাপতি সুকুমার দাস 30 May, 2023 নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকলো মালবাহী ট্রাক, আতঙ্ক লাভপুরে সকালে বোলপুর থেকে কঙ্কালীতলা রোড হয়ে লাভপুরের দিকে যাচ্ছিল ওই ট্রাকটি। 30 May, 2023 বীরভূমে ফের বোমা উদ্ধার পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত বোমার স্তুপে দাঁড়িয়ে বীরভূম। এমনই অভিযোগ বিরোধীদের। 28 May, 2023 রক্তদানের রেকর্ড গড়লো নানুরের মেগা রক্তদান শিবির এই রক্তদানের মূল উদ্দেশ্য ছিল গ্রীষ্মকালীন বীরভূম জেলায় রক্ত সংকট মেটানো। 27 May, 2023 ফের বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে যদিও পুলিশ জানায়, কে বা কারা এই বোমা মজুত করেছে সেটা জানা যায়নি। 27 May, 2023 ৪৮ ঘন্টার মধ্যে ফের মাঝপথে দাঁড়িয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস, উদ্বেগে যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্ব রেলের কর্তা এবং ইঞ্জিনিয়াররা। 26 May, 2023 Anupam Hazra ফের দলের নেতাদেরই তোপ দেগে ফেসবুকে সরব বিজেপি নেতা অনুপম হাজরা উল্টোদিকে, আবার উপরের দিকের নেতাদের গোষ্ঠী কোন্দলের প্রভাব পড়ছে নিচুতলায়। 25 May, 2023 Anubrata অনুব্রত, সুকন্যার সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি তদন্তকারীদের দাবি, গত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে অনুব্রতর। 24 May, 2023 Anubrata Mandal অসুস্থতাকে ঢাল করেও অধরা জামিন, তিহাড়েই অনুব্রত মণ্ডল, বাবাকে দেখে অঝোরে কাঁদলেন মেয়ে! গত শনিবার জেলের মধ্যেই বাবা ও মেয়ের সাক্ষাৎ হয়। সেখানে অনুব্রতকে দেখেই অঝোরে কেঁদে ফেলেন সুকন্যা। 24 May, 2023 এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পরই তল্লাশি, বীরভূমের লাভপুরে উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 18 May, 2023 ৭ নম্বর সেলে অনুব্রত, ৬ নম্বরে মেয়ে সুকন্যা, অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর আদালত সূত্রে খবর, আগামী ২৩ মে তাঁর জামিনের আবেদনের শুনানি হতে পারে। 18 May, 2023 বিশ্বভারতীর মাধ্যমিকে শীর্ষে যমজ ভাই রোদ্দুর ও দিগন্ত, একজন চায় চিকিৎসক হতে, অন্যজন ইঞ্জিনিয়ার উল্লেখ্য, বিশ্বভারতীর স্কুল সার্টিফিকেট' ২০২৩ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার। 17 May, 2023 ৮০০ জন চাকরীহারা শিক্ষকের সঙ্গে বৈঠক তৃণমূল নেতা তথা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েকের প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি খুইয়েছেন রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক। 14 May, 2023 বোমা রেখেছে তৃণমূল, বলেই বাঁশ দিয়ে মার! নানুরের ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে সিপিএমের দাবি, সিপিএমের বিরুদ্ধে অকারণে অভিযোগ আনা হচ্ছে। 08 May, 2023 খারিজ জামিন, ১২ জুলাই পর্যন্ত ফের জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল এদিন আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অনুব্রত। 08 May, 2023 গরুপাচারের কালো টাকা সাদা করতে অনুব্রতর ফন্দি ফাঁস করল ইডি, কী করেছিলেন বীরভূমের কেষ্ট ইডি জানিয়েছে, মণীশের আত্মীয়, হাওড়ার বাসিন্দা মনোজ মেহনত মোটা টাকা কমিশনের বিনিময়ে এই কাজ করতেন। 07 May, 2023 বিশ্বভারতী বনাম অমর্ত্য সেনের ‘জমি বিতর্ক’ থামার কোনও ইঙ্গিতই মিলছে না, এবার আন্দোলনে তৃণমূল বাউল গান, বৃক্ষ রোপণের মধ্য দিয়ে চলছে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। 06 May, 2023 ‘অমর্ত্য সেনের বাড়ি তে হাত দিলে আমি যা দেব না’, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মালদায় দলীয় কর্মসূচি সারার পর শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন। 05 May, 2023 আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী, অমর্ত্যকে স্বস্তি দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট অমর্ত্য সেনের আশঙ্কা ছিল, নির্ধারিত সময় পেরিয়ে গেলে সশস্ত্র পুলিশ নিয়ে পৌঁছে যেতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 04 May, 2023 স্টেশনে দাঁড়িয়েই বীরভূম নিয়ে দলীয় নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী নির্দেশ দিলেন? স্টেশনে দাঁড়িয়েই নেতা-কর্মীদের দলীয় কর্মসূচী নিয়ে নির্দেশও দিলেন। 03 May, 2023 লোহা ভেবে সকেট বোমায় হাতুড়ির ঘা, বিস্ফোরণে জখম নবম শ্রেণির ছাত্র আহতের বাবা মঞ্জুর শেখ জানিয়েছেন, তিনি লোহা ভাঙা, টিন ভাঙার ব্যবসা করেন। 03 May, 2023 দীর্ঘ ১৩ বছর পর আদালতের নির্দেশে বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন ঘরছাড়া সেলিম-সজিলারা পরে অবশ্য মনিরুল ইসলাম লাভপুরের বিধায়ক হলে তাঁর সেই দাপট বৃদ্ধি পায় আরও কয়েকগুণ। 02 May, 2023 নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির সামনে এবার অবস্থানে বসবে তৃণমূল, যাবেন মন্ত্রীরাও বোলপুর এলাকার শিল্প ও সাংস্কৃতিক জগতের বহু মানুষ ওই অবস্থানে যোগ দেবেন বলে জানা গেছে। 02 May, 2023 ফের জেলা পুলিশ সুপার বদল বীরভূমে, তিন মাসে দু’বার! নতুন পুলিশ সুপার হচ্ছেন রাজনারায়ণ মুখার্জী এর আগে বীরভূমের জেলা পুলিশ সুপার ছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। 02 May, 2023 সিবিআই হেফাজতে লালন শেখ রহস্যজনক মৃত্যুর মামলায় সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী ১ সপ্তাহের মধ্যে সিট গঠন করতে হবে। রাজ্যকে এই নির্দেশ জানিয়ে দিয়েছে আদালত। 01 May, 2023 ইসরো গবেষণা কেন্দ্রে ডাক পেল বীরভূমের শ্রেণির পড়ুয়া সৃঞ্জা বীরভূমের নূতনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে 01 May, 2023 ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ, তিহাড়ে বাবার পাশেই ঠাঁই হল অনুব্রত-কন্যার ইডির দাবি শোনার পর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক সুকন্যাকে ১২ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। 30 Apr, 2023 বীরভূম জুড়ে প্রধানমন্ত্রীর ১০০ তম মন কি বাত অনুষ্ঠান শুনতে ভিড় ১০০তম মন কি বাত এ অংশ নিলেন একাধিক এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। 30 Apr, 2023 বীরভূমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মিললো বিছে, তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী অভিযোগ, সেই বিছে পড়া খাবারই তুলে দেওয়া হয় শিশুদের হাতে। 29 Apr, 2023 তিনদিন ইডি হেফাজতে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ইডির দাবি, অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট কুড়ি কোটি টাকা জমা পড়েছিল। 27 Apr, 2023 কোপাই নদীতে স্নানে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির এক ছাত্র, জানাজানি হতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্কুলে না গিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। বাড়িতে বলেছিল স্কুল যাচ্ছি। 27 Apr, 2023 বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে কোপাই নদীতে তলিয়ে গেল বোলপুরের দ্বাদশ শ্রেণির পড়ুয়া পড়ুয়াকে উদ্ধারের চেষ্টা চলছে। 26 Apr, 2023 গরু পাচার মামলায় এবার গ্রেফতার কেষ্ট-কন্যা সুকন্যা, দিল্লিতে গ্রেফতার করলো ইডি অনুব্রত মন্ডলের পর তাঁর কন্যা সুকন্যা মন্ডলকে গ্রেফতার করা 26 Apr, 2023 অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা হলে ধর্ণায় বসবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। 26 Apr, 2023 ফের তাজা বোমা উদ্ধার নানুরে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বোমা গুলি একটি ড্রামে রাখা ছিল। 26 Apr, 2023 ১২ জন আদিবাসী মানুষকে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া করার অভিযোগ, ঘরে ফেরানোর আর্জি মহকুমা শাসকের দুয়ারে সোমবার বোলপুর মহকুমা শাসকের দফতরে অবস্থান বিক্ষোভ দেখায় পরিবারগুলি। 25 Apr, 2023 অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে আনার আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের রায়ে আপাতত রাজ্যে ফেরা হচ্ছে না বীরভূমের কেষ্টর। 25 Apr, 2023 তন্ত্রসাধনার জন্য ভাইঝিকে বলির চক্রান্ত? ধৃত পিসি, চাঞ্চল্য বীরভূমে নাবালিকাকে উদ্ধারের পর সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও নিখিল আগরওয়াল। 23 Apr, 2023 Page 1 of 21Prev1234Next