বীরভূম রাজ্যের ত্রাণ তহবিলে টাকা নেই! বগটুইয়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেও ভরসা মিড ডে মিলের টাকা? ছবি প্রকাশ শুভেন্দুর বীরভূম জেলার বগটুই গ্রামে জীব্নত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল কয়েকমাস আগে। 28 Jan, 2023 অমর্ত্য সেন নাকি নোবেল প্রাইজই পাননি, এবার নয়া দাবি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বৃহস্পতিবার জমি বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমে উপাচার্য বলেন, অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন। 27 Jan, 2023 রাতের অন্ধকারে ছুটছিল মোষের গাড়ি, পুলিশ আটকাতেই যা হলো তাজ্জব হবেন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সালুঞ্চি গ্রাম থেকে সদাইপুর হয়ে সিউড়ির দিকে যাচ্ছিল ওই ছয়টি মোষের গাড়ি। 27 Jan, 2023 ১০ দিনে দশটি চোরাই মোটরবাইক উদ্ধার বীরভূমে পুলিশ জানিয়েছে, প্রথমে কঙ্করতলা থানা এলাকা থেকে ৫টি মোটরবাইক উদ্ধার হয়েছিল। 26 Jan, 2023 ব্যাপক সাফল্য বীরভূম জেলা পুলিশের, উদ্ধার ৬ কুইন্টাল গাঁজা! ধৃত চার আন্তঃরাজ্য পাচারকারী বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, ৬১৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। 26 Jan, 2023 বেকারত্বের মোড়কে দেবী সরস্বতী, অভিনব থিম বীরভূমের কীর্ণাহারে উত্তরটা হল না। একদিকে দেশে বেকার, অন্যদিকে চাকরির নিয়োগ নিয়ে নানা দুর্নীতি। 26 Jan, 2023 বীরভূমের নানুরের পাঁচটি মৌজায় ৬ কিলোমিটার জুড়ে চলছে অবৈধ বালিখনন! তৃণমূলের পঞ্চায়েতই বলছে তারা অসহায় পঞ্চায়েত ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পূর্ব বর্ধমান জেলা লাগোয়া বীরভূমের নানুরের সিধাইপুর গ্রামে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। 25 Jan, 2023 জমি দখল করেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন! চিঠি বিশ্বভারতীর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অমর্ত্য সেনকে একসময় চোর বলেও কটাক্ষ করেছিলেন। 25 Jan, 2023 এখনও সিঁদ কেটে চুরি হয়! তেমনই ঘটলো বীরভূমে ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার অন্তর্গত মোরগ্ৰাম এলাকায়। 24 Jan, 2023 লাভপুরের নবগ্রামে হঠাৎ আগুনে পুড়ে ছাই এক ব্যক্তির বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবার কে বা কারা আগুন লাগিয়েছে নাকি অন্য কী কারণে অগ্নিকান্ড ঘটেচে সেটা এখনও জানা যায়নি। 24 Jan, 2023 আরও স্বস্তি, দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি এখন আসানসোল বিশেষ সংশোধনাগারেই থাকবেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। 23 Jan, 2023 ফের বিক্ষোভের মুখে দিদির দূত শতাব্দী, নেপথ্যে বিজেপি! অভিযোগ সাংসদের দিদির দূত হয়ে আসার পর এই বিক্ষোভ প্রসঙ্গে শতাব্দী বলেন, যেখানে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা গিয়েছে সেখানে বিজেপির পতাকা উড়ছে। 22 Jan, 2023 ইডির পর সিবিআইও তিহার জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করার অনুমতি পেল গরু পাচার মামলায় প্রথমে সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল সিবিআই। 19 Jan, 2023 আরও ১৪ দিনের জন্য ফের জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল এদিন সকাল এগারোটা কিছু আগে আসানসোল বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় অনুব্রতকে। 19 Jan, 2023 আজ ফের আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে পাশাপাশি কলকাতা হাইকোর্টে অনুব্রতর জামিন মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। 19 Jan, 2023 অনুব্রত-হীন বীরভূমেও সেই অনুব্রত ছোঁয়া, দিদির দূত গ্রামে গিয়ে বিলি করলেন বাতাসা! অনুব্রত মণ্ডল এর পর এবার অনুব্রত হীন বীরভূমের নানুরের বালিগুণীতে বাতাসা হাতে দেখা গেল বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল ও নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি কে। 18 Jan, 2023 বীরভূমের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা, কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বোলপুরের সাংসদ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল দরবারপুর গ্রামের কাজীপাড়ায় পীর বাবার মেলা চলছিল। 18 Jan, 2023 পুলিশ অফিসারকে লক্ষ্য করেই বোমা বীরভূমে! অগ্নিগর্ভ পরিস্থিতি লাভপুরের মেলায় কিন্তু থেমে নেই বোমা গুলি চলা। শুধু তাই নয়, এবার একেবারে সরাসরি পুলিশ অফিসারকে লক্ষ্য করে বোমা ছোড়া হলো। 18 Jan, 2023 লালন শেখের মৃত্যুর ঘটনায় ৪ সিবিআই অফিসার সাসপেন্ড একটা সময় শোনা যায়, লালন শেখ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী আঙ্গুর শেখের সমর্থক ছিলেন। 16 Jan, 2023 কোভিড পরিস্থিতি কাটিয়ে দু'বছর পর শুরু হল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা! প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। 16 Jan, 2023 মেলেনি বাড়ি, গ্রামে নেই নিকাশী ব্যবস্থা, দিদির দূত হয়ে গ্রামে যেতেই বিধায়ককে জানালেন গ্রামবাসী গ্ৰামবাসীদের অভিযোগ, বারবার ঘরের আবেদন করেও ঘর মেলেনি। নেই নিকাশী ব্যবস্থা। 15 Jan, 2023 দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিক্ষোভের মুখে শতাব্দী, দেবাংশু বিক্ষোভকারীদের বক্তব্য, মেলেরডাঙ্গা থেকে মাড়গ্রাম পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা করার কথা দেওয়া হয়েছিল। 13 Jan, 2023 মামলা পিছিয়ে গেল দিল্লি হাইকোর্টে, স্বস্তিতে অনুব্রত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আদালতের দ্বারস্থ হয়ে ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 13 Jan, 2023 দিল্লি হাইকোর্টে আজই অনুব্রতর ভাগ্য নির্ধারণ জেল হেফাজতে থাকাকালীনই অনুব্রত মণ্ডলকে শ্যোন অ্যারেস্ট করে ইডি। শ্যোন অ্যারেস্টের কারণ জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। 13 Jan, 2023 বাড়ির তালা ভেঙে চুরি বোলপুরে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 12 Jan, 2023 লাভপুর-কীর্ণাহারে পালিত জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের মূর্তি তে মাল্যদান করে এনসিসির ছাত্রছাত্রীরা পালন করলেন জাতীয় যুব দিবস। 12 Jan, 2023 স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘুমিয়েছিলেন, সকালে দেখলেন স্বামীর দেহ অসাড়, চাঞ্চল্য বীরভূমের লাভপুরে মৃত যুবক অজয় দাসের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন শ্বশুরবাড়ির লোকজনও। 11 Jan, 2023 টিউশন থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাঁশ দিয়ে মার, মাথা ফাটলো ছাত্রীর পরিবারের অভিযোগ, বর্ণালী হাজরা ও তার দুই বান্ধবী মিলে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। 10 Jan, 2023 ড্রোনের মাধ্যমে চাষের জমিতে সার ও কীটনাশক স্প্রে, কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল বীরভূমে এবার শ্রম ও সময় – দু’টোই কমাতে চালু হল ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে। রাসায়নিক বা জৈব সার স্প্রে। 10 Jan, 2023 মিড ডে মিলের ডালের বালতিতে মিললো মরা সাপ! অসুস্থ ২০ পড়ুয়া, তীব্র বিক্ষোভ বীরভূমের ময়ূরেশ্বরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বীরভূমের ময়ূরেশ্বর মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার ব্যাপারে চুড়ান্ত অনীহা 09 Jan, 2023 অনুব্রতর মেয়ে সুকন্যার গাড়িচালক ও পরিচারককে মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করল সিবিআই এবার এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির কাজের লোকজন। 09 Jan, 2023 অনুব্রত মন্ডলের নামে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই! তাহলে গেল কেন? প্রশ্ন তুলে ভাবমূর্তি রক্ষায় সমবায় ব্যাঙ্ক তাহলে ১৭৭ টি অ্যাকাউন্ট সিল করা হল কেন? সেগুলো কী বেনামি। 06 Jan, 2023 চন্ডীদাসের স্মৃতি বিজড়িত নানুর সি.এম. হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন নানুরের মতো জায়গায় স্কুলের প্রতিষ্ঠা দিবসে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে অনেকেই খুশি। 06 Jan, 2023 সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দিল সিবিআই, লক্ষ্য কী সেই অনুব্রত? সিবিআই কী তথ্য পায় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। 05 Jan, 2023 লালন শেখের মৃত্যু মামলায় দুই সিবিআই অফিসারকে নোটিস ধরাল সিআইডি বীরভূমের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের জেরে ১০ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তে নেমে লালন শেখকে অন্যতম অভিযুক্ত বলে আদালতে দাবি করে সিবিআই। 04 Jan, 2023 ছাত্র বহিষ্কারের প্রতিবাদে বিশ্বভারতীতে ফের আন্দোলন শুরু, বলাকা গেটের সামনে অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড করা ওই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ, উপাচার্যের দফতরে ঢুকে দশ ঘণ্টা ধরে ঘেরাও করা 03 Jan, 2023 সতীর ভ্রু পড়েছিল এই খানে, এই সতী পিঠে রয়েছে উষ্ণ প্রস্রবণও, ভিড় উপছে পড়ছে বক্রেশ্বরে কথিত আছে অষ্টবক্রমুণি এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেন। বক্রেশ্বর সতী পিঠে পর্যটকদের আগমন হয়ে থাকে প্রতি বছরই 03 Jan, 2023 অনুব্রতহীন বীরভূম থেকে পঞ্চায়েতের দামামা বাজাতে চায় বিজেপি, আসছেন অমিত শাহ লকেট জানান, সামনেই পঞ্চায়েত ভোট। তারপরই লোকসভা ভোট। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। 02 Jan, 2023 বগটুই কাণ্ডেও অনুব্রত যোগ! দাবি সিবিআইয়ের অনুব্রত মামলা কোন দিকে গড়ায় সেটাই দেখার। ইতিমধ্যে ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পথে একধাপ এগিয়ে রয়েছে। 02 Jan, 2023 পর্যটকদের চলন্ত গাড়িতে হঠাৎ আগুন শান্তিনিকেতনে, অল্পের জন্য রক্ষা পেলেন সাত যাত্রী ঘটনায় জানা যায়, কলকাতা থেকে বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে এসেছিলেন ওই পরিবার। 29 Dec, 2022 আবার বোমা বিস্ফোরণ বীরভূমে, উঠোনে খেলছিল দুই বালক, বিস্ফোরণে মৃত্যু ১ জনের পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাড়গ্রাম থানার একডালা গ্রামে জামিরুল হকের বাড়িতেই ওই দুই বালক দুপুরে বোমা বিস্ফোরণে জখম হয়। 28 Dec, 2022 শুভেন্দুর হাত ধরেই নতুন বিপ্লব, কেষ্টকে ধাক্কা দিতে নয়া পরিকল্পনায় সাফল্য বিজেপির জেলবন্দি অনুব্রত মন্ডল। আর সেই সময়ই দল ছেড়ে দিলেন তারই ডেপুটি বিপ্লব ওঝা। 27 Dec, 2022 Page 1 of 18Prev1234Next