মিড ডে মিলের টাকায় বীরভূমে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ! শুভেন্দুকে জবাব দিলেন অভিষেক

মিড ডে মিলের টাকায় বীরভূমে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ! শুভেন্দুকে জবাব দিলেন অভিষেক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মিড ডে মিলের টাকায় বীরভূমের বগটুইয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি চেকের ছবি-সহ অভিযোগ করেন যে, রাজ্য সরকারের ত্রাণের টাকাও নেই। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকাও নেই। তাই মিড ডে মিলে ছাত্রছাত্রীদের যে পুষ্টির জন্য টাকা দেওয়া হয়েছে সেই টাকা দেওয়া হচ্ছে এই খাতে। এব্যাপারে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে তদন্ত করার কথাও জানিয়েছেন।
এবার তার পাল্টা যুক্তি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘উনি কী বলতে চাইছেন যে গ্রামবাসীদের সাহায্য করা উচিত হয়নি? এটা মিড ডে মিলের টাকা বা কিসের টাকা সেটা প্রশাসন দেখবে। উনি কী টুইট করে প্রমাণ করতে চাইছেন মৃতের পরিবারকে সাহায্য করা উচিত নয়। একটা পরিবারের পাশে যদি সরকার না দাঁড়ায় কে দাঁড়াবে। যেখান থেকেই টাকা যাক, সেটা তো সরকারের টাকা। মিড ডে মিলের না কোত্থেকে দিয়েছে সেটা প্রশাসন দেখবে। জেলা থেকে দিলে জেলা দেখবে। রাজ্য থেকে দিলে রাজ্য দেখবে। টাকা তো রাজ্য সরকারের। যে কোনও জায়গা থেকেই দেওয়া হোক না কেন। ওরা তো নিজেদের প্রচারের জন্য টাকা খরচ করছে। এর থেকে অর্থনৈতিক অপরাধ কী? ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনছেন। গরিবরা গরিব হয়েছে, বড়লোক আরও বড়লোক হয়েছে। কোনও খেটে খাওয়া গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এই সরকার। কারও পাশে দাঁড়ায়নি। বাংলা থেকে টাকা তোলা বন্ধ করুক। আমরা কেন্দ্রকে টাকা চাইবো না। বছরে ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়ে যায়। আগে নিজে আত্মনির্ভর হোন, তারপর অন্যদের আত্মনির্ভর হতে বলবেন। সেন্ট্রাল ভিস্তা কার টাকায় হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে সাহায্য করলে অপরাধ। একটা মৃতের পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয় তা একশোবার করবে।’’
উল্লেখ্য, শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে নিজের সংসদ এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।


