আবাস যোজনায় ঘর না মেলায় বিরহী কৃষ্ণ, নতুন তালিকা তৈরি করলো সিপিএম

আবাস যোজনায় ঘর না মেলায় বিরহী কৃষ্ণ, নতুন তালিকা তৈরি করলো সিপিএম
কুহেলি দেবনাথ, নদিয়া
আবাস যোজনার তালিকা এসেছে। সার্ভেও হচ্ছে। কিন্তু প্রকৃত গরিব মানুষের নাম কী তালিকায় উঠছে? প্রশ্নের উত্তরে এলাকার মানুষ জানালেন, না। আর ত নিয়ে সোচ্চার সিপিএম। কারা বাড়ি পাননি? কোন কোন গরিব মানুষের নাম নেই। তার তালিকা তৈরি করলো সিপিএম। আর সেই তালিকা নিয়ে প্রধানের কাছে ডেপুটেশনও দেওয়া হল। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভার অন্তর্গত বিরহী ১ গ্রাম পঞ্চায়েতে।
অভিযোগ, যাঁদের পাকা বাড়ি রয়েছে নাম রয়েছে তাঁদের। একই পরিবারের একাধিক ব্যক্তি সূযোগ পেয়েছেন। কিন্তু গরিব মানুষের নাম নেই। বাঁকসা গ্রামের টুম্পা বাগ বলেন, ‘‘ছোট্ট মাটির ঘর। বৃষ্টিতে জল পড়ে। একঘরে ঠাসাঠাসি হয়ে সবাই থাকি। বারবার আবেদন জানিয়ছি। শুনেছিলাম তালিকায় নাম ছিল। এখন বলছে নেই।
সিপিএম নেতা কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘‘প্রতিটি সংসদেই ২০-৩০ জনের নাম বাদ গিয়েছে। যোগ্য ব্যক্তিরা বাড়ি পাননি। যাদের পাকা বাড়ি তাঁরাও বাড়ি পাচ্ছেন। সার্ভেও ঠিক মতো হচ্ছে না। তাই বাধ্য হয়ে ডেপুটেশন দিচ্ছি। প্রায় সাড়ে তিনশো যোগ্য মানুষের নাম নেই। এবার ভাবুন পরিস্থিতি কী?’’
তাই গরিব মানুষ কারা তার তালিকাও তৈরি করেছেন তিনি। সেই তালিকা প্রধানের কাছে জমা দিয়েছেন। কৃষ্ণবাবু বলেন, প্রকৃত সার্ভে হোক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে কারা বাড়ি পাওয়ার উপযুক্ত আর কারা নন। নাহলে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন তিনি।


