বিলিতি মদের বোতলে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি! জলপাইগুড়ির ঘটনায় অবাক ক্রেতা

বিলিতি মদের বোতলে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি! জলপাইগুড়ির ঘটনায় অবাক ক্রেতা
03 Jan 2023, 04:00 PM

বিলিতি মদের বোতলে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি! জলপাইগুড়ির ঘটনায় অবাক ক্রেতা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জলপাইগুড়ি শহরের একটি মদের দোকানে বিলিতি মোদের বোতলের বেশি দাম নেওয়া হচ্ছে, এই বিষয়ে আবগারি দপ্তরে লিখিত অভিযোগ করেন একজন ক্রেতা। অভিযোগ, মদের বোতলের গায়ে যে দাম লেখা রয়েছে তার উপরে স্টিকার লাগিয়ে বেশি দাম নিয়ে বিক্রি করা হচ্ছে।

জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন মহাত্মা গান্ধী রোড এলাকার বাসিন্দা সুরেন্দ্র মন্ডল জলপাইগুড়ির এক সরকার অনুমোদিত বিলিতি মদের দোকান থেকে গত ১ জানুয়ারি একটি নির্দিষ্ট ব্র‍্যান্ডের ১৮০ মিলিলিটারের বোতল কিনেছিলেন। ওই বোতল ৮৯ টাকায় তিনি কেনেন। এরপরে তিনি বোতলের উপর দেখেন ৮৯ টাকার একটি স্টিকার লাগানো রয়েছে। আর স্টিকারটা তোলার পরেই দেখা যায় সেখানে ৫৫ টাকা দাম ফেলা রয়েছে। ওই ক্রেতার অভিযোগ, একটি হুইস্কির বোতল ৮৯ টাকা দিয়ে কিনেছিলাম। যখন বোতলটি কিনি তখন ৮৯ টাকার স্টিকার লাগানো ছিল। তারপর স্টিকার তুলে দেখি নিচে ৫৫ টাকা দাম লেখা রয়েছে। অবাক হয়ে যাই। ৫৫ টাকার দামের বোতল ৮৯ টাকায় বিক্রি হচ্ছে। তাই আবগারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি। ওই দোকানের তরফে বিক্রেতার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, লকডাউন এর আগের স্টক ছিল। তাই লেবেল লাগানো ছিল। নতুন দাম এখনো আসেনি। এভাবেই বিক্রি হচ্ছে। বর্তমান দাম বলতে পারব না। জেলা আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন।

Mailing List