হাওড়ায় বাড়ছে বাইক চুরি, তদন্তে নেমে তিনটি চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার, ধৃত-১

হাওড়ায় বাড়ছে বাইক চুরি, তদন্তে নেমে তিনটি চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার, ধৃত-১
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই বাইক চুরির ঘটনা বাড়লো হাওড়াতে। আর তা জানতে পেরেই পুলিশও শুরু করলো পদক্ষেপ। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ একটি টিম বানিয়ে শুরু করে তদন্ত। তাতেই মিললো সাফল্য। উদ্ধার হল তিনটি চুরি যাওয়া মোটর সাইকেল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একটি বাইক এক ব্যক্তির আবেগ, ভালবাসা ও জীবিকার মাধ্যম। আর সেই বাইক যখন চুরি যায় তা ওই ব্যক্তির কাছে খুবই দুঃখের। পড়তে হয় চুড়ান্ত সমস্যায়। ইংরেজি নতুন বছরের শুরু থেকেই এই শীতের মরসুমে বাইক চোরের উপদ্রব একটু বেড়েছে। আর সেই পরিস্থিতিতে অপরাধী ও অপরাধ দমনে সদা তৎপর হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। সম্প্রতি গোপন খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে হাওড়ার জাগাছা থানা এলাকা থেকে তিনটি মোটর সাইকেল উদ্ধার করে। বাঁকড়া ডোমজুড়ের বাসিন্দা ধৃত ইমরান এর কাছ থেকে তা উদ্ধার হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত ইমরান স্বীকার করে এই বাইক চুরির কথা। ধৃতের সাথে আরো যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর। উদ্ধার হওয়া বাইক গুলির তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাতে আসল মালিকের হাতে ঐ মোটর সাইকেল ফিরিয়ে দেওয়া যায়।


