Birbhum বাসের ধাক্কায় মাথা থেঁতলে গেল বাইক আরোহীর, মৃত্যু লাভপুরে  

Birbhum বাসের ধাক্কায় মাথা থেঁতলে গেল বাইক আরোহীর, মৃত্যু লাভপুরে  
31 May 2023, 06:05 PM

Birbhum বাসের ধাক্কায় মাথা থেঁতলে গেল বাইক আরোহীর, মৃত্যু লাভপুরে  

 

শুভদীপ গুঁই লাভপুর  

 

আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা লাভপুরে। মৃত্যু এক বাইক আরোহীর। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে লাভপুর ষষ্ঠীনগর সংলগ্ন সিউড়ি কাটোয়া রাজ্য সড়কের উপর।

 স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই মৃতের নাম জন্মেঞ্জয় দাস বায়েন। আজ দুপুরে লাভপুর থেকে সিউড়ি অভিমুখে বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে একটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটিকে ধাক্কা মারে। ঘাতক বাসটির পিছনের চাকায় পড়ে গিয়ে মাথা থেঁতলে যায় ওই ব্যক্তির। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে ইতিমধ্যেই আটক করা গেলেও ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক সহ অন্যান্য কর্মীরা।  তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Mailing List