পিংলার ১২ মাইলে বিডিওর গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

পিংলার ১২ মাইলে বিডিওর গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
18 Sep 2023, 09:21 PM

পিংলার ১২ মাইলে বিডিওর গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন,পশ্চিম মেদিনীপুর: সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জামনা থেকে সবং ব্লকের তেমাথানি  যাওয়ার রাস্তার মাঝে পিংলা থানার ১২ মাইল এলাকায়। মৃত ব্যক্তির নাম রিন্টু মন্ডল, তার বয়স ৪০ বছর। পুলিশ সূত্রে জানা যায় যে মৃত ব্যক্তির বাড়ি পিংলা থানাr বড় খেলনা গ্রামে । রিন্টু মন্ডল যখন বাইক চালিয়ে জামনা থেকে তেমাথানির যাচ্ছিল। সেই সময় পিংলা থানার ১২ মাইল এলাকায় পটাশপুর এর বিডিও গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করে। পিংলা থানা পুলিশ পটাশপুর এর বিডিওর গাড়িটিকে আটক করে, সেই সঙ্গে ওই গাড়ির চালককে গ্রেফতার করে।পুলিশ  মৃত দেহ টি উদ্ধার করে ময়না তদন্তের  জন্য খড়গপুর  মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঠিক কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখার জন্য পিংলা থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

Mailing List