বড় আপডেট: কবে শেষ হবে গরমের ছুটি, কবে খুলবে স্কুল?

বড় আপডেট: কবে শেষ হবে গরমের ছুটি, কবে খুলবে স্কুল?
30 May 2023, 05:15 PM

বড় আপডেট: কবে শেষ হবে গরমের ছুটি, কবে খুলবে স্কুল?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি (School) কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই হিসেবে ৫ই জুন থেকে স্কুল খোলার কথা। কিন্তু ৫ জুন থেকে স্কুল খোলা হবে কিনা, শিক্ষা দফতরের কমিশনারের কাছে লেখা চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। আজ বা আগামীকালের মধ্যে এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত জানা যাবে বলে পর্ষদের আশা। 

Mailing List