এশিয়াডের আগে বড় ধাক্কা ভারতীয় কুস্তিতে, ছিটকে গেলেন তারকা কুস্তিগীর

এশিয়াডের আগে বড় ধাক্কা ভারতীয় কুস্তিতে, ছিটকে গেলেন তারকা কুস্তিগীর
15 Aug 2023, 07:00 PM

এশিয়াডের আগে বড় ধাক্কা ভারতীয় কুস্তিতে, ছিটকে গেলেন তারকা কুস্তিগীর

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: চোটের জন্য এশিয়াডেপ আগে বড় ধাক্কা ভারতীয় কুস্তিতে। অংশ নিতে পারবেন না ভিনেশ ফোগাত। সোশ্যাল মিডিয়ায় ভিনেশ জানান, দু-দিন আগে তাঁর চোট লাগে। ১৭ অগস্ট মুম্বইতে হাঁটুর অস্ত্রোপচার হবে বিনেশের। তিনি নাম তুলে নেওয়ায় এশিয়ান গেমসে নামার সুযোগ পাবেন অন্তিম পাঙ্ঘাল। অস্ত্রোপচারের পর অনেকটাই সময় লাগবে বিনেশের। ফলে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের অন্য়তম পর্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারবেন না। এ মাসের ২৫-২৬ তারিখ পাতিয়ালায় হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল।

২০১৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় কু্স্তিগীর বলছেন, ''এটা আমার স্বপ্ন ছিল যে এবারের এশিয়ান গেমসেও সোনা জয়ের। ২০১৮ সালে জাকার্তাতে সোনা জিতেছিলাম আমি। কিন্তু এই চোট আমাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল। আমি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি, যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় বিকল্প প্লেয়ার পাঠাতে পারে।''

অ্যাড প্যানেলের জারি করা নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রম তালিকা অনুসারে এশীয়/বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া কুস্তিগিরেরা এবং যাঁরা টোকিও অলিম্পিক্সে পদক জিতেছেন, তাঁদের প্রত্যেককে ট্রায়ালে নামতে হবে। তবে দেশের অন্যতম সেরা দুই কুস্তিগীর বজরং  এখনই ট্রায়ালে নামবেন কি না ঠিক করেননি।

কুস্তিগিরদের আন্দোলনে চলতি বছরের জানুয়ারি থেকেই উত্তাল গোটা দেশ। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে পথে নেমে আসেন কুস্তিগিররা। আন্দোলনে যোগ দেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ।

Mailing List