বড় খবর: এবার ভারতেও খুলছে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের ক্যাম্পাস

বড় খবর: এবার ভারতেও খুলছে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের ক্যাম্পাস
07 Jan 2023, 12:22 AM

বড় খবর: এবার ভারতেও খুলছে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের ক্যাম্পাস

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: উচ্চশিক্ষার জন্য আমেরিকা বা ব্রিটেনে পাড়ি দেওয়ার রেওয়াজটা এদেশে বহু পুরনো। কেউ ভর্তি হন অক্সফোর্ডে, কেউ বা ইয়েল বিশ্ববিদ্যালয়ে। কারও ইচ্ছে কেমব্রিজ বা স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়। কিন্তু আগামিদিনে আর তাঁদের আমেরিকা বা ব্রিটেনে গিয়ে ওই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না। বরং বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি চাইলে ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এ বিষয়ে একটি খসড়াও তৈরি করে ফেলেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, ভারতে থাকা ক্যাম্পাসগুলিতে কেবলমাত্র অফলাইন পদ্ধতিতে ক্লাস নিতে পারবে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি। কোনও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ক্যাম্পাসে অনলাইন ক্লাস হবে না। ইউজিসির অনুমোদন ছাড়া ভারতে শাখা বা ক্যাম্পাস খুলতেও পারবে না কোনও বিদেশি বিশ্ববিদ্যালয়। এই সব বিশ্ববিদ্যালয় ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য দেশের পড়ুয়াদেরও ভর্তি করতে পারবে। ভর্তির ফি, যোগ্যতামান তারাই ঠিক করবে। স্কলারশিপের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় হবে স্বশাসিত। এই সব ক্যাম্পাসে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর্থিক ক্ষেত্রে বৈদেশিক আদান প্রদান সংক্রান্ত আইন যাতে যথাযথভাবে মেনে চলা হয় বিশ্ববিদ্যালয়গুলিকে সেদিকে সতর্ক থাকার পরামর্শ  দিয়েছে ইউজিসি। চলতি মাসের শেষেই বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবে ইউজিসি। ইউজিসির এই সিদ্ধান্তে উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়াদের মধ্যে তুমুল উতসাহ তৈরি হয়েছে। আর্থিক কারণে অনেকের ইচ্ছে থাকলেও এই সব প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন পূরণ হয় না, এবার তাঁরা নতুন করে আশায় বুক বাধছেন।

Mailing List