সাইকেল চালিয়ে গ্রামে হাজির এসডিও, বিডিও! চমকে উঠলেন আলিপুরদুয়ারের গ্রামের মানুষ

সাইকেল চালিয়ে গ্রামে হাজির এসডিও, বিডিও! চমকে উঠলেন আলিপুরদুয়ারের গ্রামের মানুষ
আনফোল্ড বাংলা প্রতিবেদন, আলিপুরদুয়ার: একে একে পরপর সাইকেলে। সাইকেল চালিয়েই ঢুকছেন গ্রামে। প্রথমে তো গ্রামের মানুষ কিছুটা হকচকিয়ে যান। এরা আবার কারা। কাছে যেতেই বুঝতে পারেন, এঁরা সাধারণ কেউ নন। এঁরা হলেন মহকুমা শাসক, বিডিও। প্রশাসনের কর্তা সব। সাইকেলেই গ্রামে হাজির হয়েছেন মানুষের কাছে। জানতে চাইছেন সরকারি প্রকল্পের পরিষেবা মিলছে কিনা। প্রাথমিক ঘোৱ কাটিয়ে অবশ্য উত্তরও দিয়েছেন গ্রামবাসী।
শনিবার এভাবেই আলিপুরদুয়ার জেলার বিবেকানন্দ ২ গ্রাম পঞ্চায়েতের জিৎপুর এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে দুয়ারে সরকারের পরিষেবা নিয়ে খোঁজ নিতে হাজির হয়েছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার ১ ব্লকের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার ১-এর বিডিও সঞ্জয় প্রধানও। মহকুমা শাসক জানান, ‘জেলার প্রত্যন্ত এলাকাতেও দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই এলাকার লোক ওই শিবিরে যাচ্ছেন কিনা, পরিষেবা পাচ্ছে কি না, সেই খোঁজ নিতে গিয়েছিলাম।’’ কিন্তু সাইকেলে কেন? মহকুমা শাসকের ব্যাখ্যা, এতে মানুষের অনেক কাছে যাওয়া যায়। সাধারণ মানুষেও নিজেদের মতো করে কথা বলতে এগিয়ে আসেন।


