নভেম্বরে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ২’

24 Feb 2021, 07:21 PM
নভেম্বরে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ২’
আনফোল্ড বাংলা প্রতিবেদন : সমস্ত জল্পনার অবসান হয়ে চলতি বছরের ১৯ নভেম্বর রূপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ভুল ভুলাইয়া-২’। ‘ভুলভুলাইয়া-২’ তে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে কিয়ারা আডবানী। ছবিতে রয়েছেন অভিনেত্রী টাব্বুও। একমাত্র রাজপাল যাদব ছাড়া পুরনো ‘ভুল ভুলাইয়া’র কোনও অভিনেতাই থাকছেন না এই ছবিতে।
বদলে গিয়েছেন পরিচালকও। প্রিয়দর্শন নন, ‘ভুল ভুলাইয়া ২’ এর পরিচালক ওয়েলকাম খ্যাত পরিচালক অনীশ বাজমি। ২০২০তেই ছবির সিংহভাগ শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল, ছবি মুক্তি নিয়ে যাবতীয় পরিকল্পনাও সেরে ফেলেছিলেন প্রযোজকরা। কিন্তু, করোনা সংক্রমণ ও লকডাউনের জন্য সমস্ত প্ল্যান ভেস্তে যায়। তবে, ইতিমধ্যেই নাকি ছবির বাকি শ্যুটিংও শেষ করে ফেলেছেন কার্তিক আরিয়ান-কিয়ারা আডবানীরা।

