বাগানের সামনে বেঙ্গালুরু, আইএফএ- লক্ষ্মীলাভ

বাগানের সামনে বেঙ্গালুরু, আইএফএ- লক্ষ্মীলাভ
02 Dec 2022, 09:59 PM

বাগানের সামনে বেঙ্গালুরু, আইএফএ- লক্ষ্মীলাভ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার আইএসএলে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে জয় পেয়েছে ফেরান্দর দল। এবারেও ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জয়ের অন্যতম দাবীদার সবুজ মেরুন। কোচ হুয়ান ফেরান্দোর স্কোয়াডের উজ্জ্বল নক্ষত্র লিস্টন কোলাসো। নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, "এটা ঠিকই যে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। কিন্তু সহজ সুযোগ নষ্ট করছি, এই কথাটা ঠিক নয়। এই মরশুমে যে খুব খারাপ খেলছি তা নয়। তবে আশা করি তাড়াতাড়িই সেরা ফর্মে ফিরব।"

এ জন্য বাড়তি চাপ নিতেও চান না। বরং কিছুটা হলেও ভাগ্যকে দুষছেন। গোলের সুযোগ নষ্ট নিয়ে তিনি বলেন, 'সবাই গোলের সুযোগ মিস করে। বিশ্বের সেরা ফুটবলারদেরও সুযোগ নষ্ট করতে দেখা যায়। কে বেশি সুযোগ তৈরি করছে, সেটাই দেখা উচিত। এটা ঠিকই যে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। কিন্তু সহজ সুযোগ নষ্ট করছি, এই কথাটা ঠিক নয়। এই মরশুমে যে খুব খারাপ খেলছি তা নয়। তবে আশা করি তাড়াতাড়িই সেরা ফর্মে ফিরব।

এদিকে জেলার দিকে মুখ ফেরাও। একটা সময় জেলা ফুটবল বাংলার পাইপলাইন ছিল। প্রচুর ফুটবলার উঠে এসেছেন জেলা লীগ থেকে। সেই জোয়ার ফিরিয়ে আনতেই সচেষ্ট হয়েছে টিম আইএফএ। জেলা ফুটবলের পুনরুজ্জীবন ঘটাতে হাত বাড়াচ্ছে রাজ্য সরকারও। শোনা যাচ্ছে ঢালাও আর্থিক সাহায্য করার পরিকল্পনা সারা। জেলা ফুটবল আর কন্যাশ্রী কাপ মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকা ঢুকতে চলেছে আইএফর ঘরে। সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস। সুতারকিন অফিসের সহ সভাপতি আদাজল খেয়ে নেমে পড়েছেন। টলিপাড়া সামলে ফুটবল প্রশাসনেও নজর টানছেন স্বরূপ।  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রবল উৎসাহী। টাকার চিন্তায় মাথা খুঁড়তে থাকা আইএফএ তে আশীর্বাদ হয়ে আসতে চলেছে ৫০ লক্ষ টাকা।

Mailing List