ম্যাচ জিতল বাংলা, তবু কেন ক্ষুব্ধ কোচ বিশ্বজিৎ

ম্যাচ জিতল বাংলা, তবু কেন ক্ষুব্ধ কোচ বিশ্বজিৎ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এবারের সন্তোষ ট্রফিতে এখনও পযর্ন্ত দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলা ফুটবল দল। পরপর তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল বাংলা। হরিয়ানা (৩-০), দমন ও দিউ (৫-০)কে হারানোর পর বুধবার মধ্যপ্রদেশকেও ৫ – ০ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা দল। তিন ম্যাচে ১৩ গোল করে বাংলা চতুর্থ গ্রুপে খুব ভাল জায়গায় আছে।বুধবার পাঁচ গোলের মধ্যে রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠ জোড়া গোল করেন। একটি গোল করেছেন তোতন দাস। তিন ম্যাচে রবির গোল সংখ্যা হল ৫ এবং নরহরি সমসংখ্যক ম্যাচ খেলে ৪টি গোল করেছেন।
আটটায় দেওয়া প্রসঙ্গে বিশ্বজিত্ বলেন, ‘স্কুল গেমসে এ রকম সকাল সাড়ে আটটায় খেলা দেওয়া হয় বলে শুনেছি। সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টে যা সূচি করা হয়েছে, তাতে ভাল ফুটবল কীভাবে সম্ভব সেটা বুঝতে পারছি না।’ বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম।
এদিকে, ভারতীয় ফুটবলের জন্য বড় খবর। এশিয়ার সেরা শক্তি গুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পেল ভারত। মধ্য প্রাচ্যের একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট এ খেলার সুযোগ পেল ভারত।এই টুর্নামেন্টে জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, সিরিয়া, ইরাক, ওমানের মতো দেশ খেলবে।
সর্বভারতীয় ফুটবল সংস্থার এক কর্তা বলেছেন, 'আয়োজকরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জানিয়ে দিয়েছি যে আমরা রাজি। ওরা বরাবরই দু'-একটি দলকে আমন্ত্রণ জানায়। এখন আমরা ওদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছি।' এই প্রতিযোগিতায় কাতার, সৌদি আরব ছাড়াও খেলে ইরান, জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, সিরিয়া, ইরাক, ওমান, কুয়েত, লেবানন, ইয়েমেন, প্যালেস্তাইনের মতো দেশ। আগামী ২৬ জানুয়ারি প্রতিযোগিতার ড্র হওয়ার কথা।


