বাংলা ভাগ হবে না, একটাই থাকবে রাজ্য, এবার দাবি দিলীপ ঘোষের

বাংলা ভাগ হবে না, একটাই থাকবে রাজ্য, এবার দাবি দিলীপ ঘোষের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাংলা ভাগ করে কোনও আলাদা রাজ্য হবে না। বাংলা একটাই আছে। একটাই থাকবে। শনিবার সকালে এই ভাষাতেই বাংলা ভাগের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের এই মন্তব্যে ফের জল্পনা ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। সেই সঙ্গে রাজ্য বিজেপির অন্দরের ফাটল আরও একবার সামনে চলে এল দিলীপের এই মন্তব্যে।
কারণ, একুশের নির্বাচনের পর থেকেই বিজেপির উত্তরবঙ্গের একাধিক নেতা, বিধায়ক, সাংসদ এমনকী জন বার্লা, নিশীথ প্রামাণিকের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও বারবার প্রকাশ্যে উত্তরবঙ্গ নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি তুলেছেন। এই দাবি নিয়ে কেউ কেউ দিল্লিতে দরবার করেছেন। শাসক তৃণমূল কংগ্রেস অবশ্য রাজ্য ভাগের বিরোধিতা করে এসেছে, এবার তাঁদের সুরেই কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির সাংগঠনিক কাজে শনিবার সকালে মালদা সফরে এসেছেন দিলীপ ঘোষ। মালদার গৌড় ভবনে কিছুক্ষণ বিশ্রামের পর উত্তর দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে রওয়ানা হন। এরই ফাঁকে মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলা ভাগ হবে না। কোনও পৃথক রাজ্য হবে না। বাংলা একটাই আছে। একটাই থাকবে। তবে উত্তরবঙ্গে কোনও উন্নয়নের কাজ হচ্ছে না বলে এধরনের আওয়াজ উঠছে বলেও দাবি করেন তিনি। এই সঙ্গে এদিন তিনি ফের রাজ্যপালের হাতেখড়ি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। বলেন,বাংলার রাজনীতি অত্যন্ত স্পর্শকাতর। আর তাই একটু ভেবেচিন্তে কাজ করলে ভালো হয়। রাজ্যপাল পদটি সম্মানীয় পদ। আর যিনি রাজ্যপাল হয়েছেন, তিনিও যোগ্য ব্যক্তি। যদি ভেবেচিন্তে কাজ করেন, তবে কোনও প্রশ্ন উঠবে না। তবে বঙ্গ ভঙ্গ নিয়ে দিলীপের মন্তব্যে এখন বাকি বিজেপি নেতারা কী বলেন, সেটাই দেখার।


