দমন এন্ড দাদরাকে বড় ব্যবধানে হারাল বাংলা

দমন এন্ড দাদরাকে বড় ব্যবধানে হারাল বাংলা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সন্তোষ ট্রফিতে জয়ের ধারা বজায় রাখল বাংলা। সোমবার দমন এন্ড দাদরা কে ৫-০ গোলে পরাস্ত করলো বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা।সব অর্থেই গ্রুপের সব চেয়ে সহজ প্রতিপক্ষ এই দমন ও দাদরা। ফলে তাদের বিরুদ্ধে গোলপার্থক্য বাড়িয়ে নেওয়াই ছিল বাংলার উদ্দেশ্য। আর সেই উদ্দেশে দারুণ সফল নরহরি শ্রেষ্ঠরা। এদিন প্রথম একাদশে দুটি পরিবর্তন করেছিলেন কোচ।
অমিত টুডু এবং রাকেশ ধারার জায়গায় দলে আসেন তারক হেমব্রম এবং সুরজিৎ শীল। দমন ও দাদরা প্রতিপক্ষ হিসেবে দুর্বল হলেও বঙ্গশিবির বেশ সতর্ক হয়েই খেলতে নেমেছিল। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে বাংলার দাপট বাড়তে থাকে। ক্রমে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে দমন ও দাদরা।প্রথমার্ধের শেষে দুই গোল এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বাংলার ছেলেরা। ম্যাচের ফলাফল ৫-০।রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠা ২ টি করে গোল করেন। পরিবর্ত হিসেবে নামা সৌভিক কর ১ টি গোল করেন।সন্তোষ ট্রফির চতুর্থ গ্রুপের মধ্যে দমন ও দিউ সব থেকে দুর্বল দল। তাই এই ম্যাচটাতে বেশি গোল করে জিততে চেয়েছিলেন বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। আসলে গোল অ্যাভারেজটা বাড়িয়ে রাখাটাই উদ্দেশ্য ছিল বাংলার। সেটাকে মাথায় রেখেই বাংলা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে।পরপর দুই ম্যাচে জয় পেয়ে ভাল জায়গায় থাকল বাংলা। আগামী ১১ জানুয়ারি তৃতীয় ম্যাচে বাংলা খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।


