১৯ লক্ষ জলাশয় থেকেও মাছে স্বনির্ভর নয় বাংলা, এবার মাছ চাষ বাড়াতে নতুন উদ্যোগ

১৯ লক্ষ জলাশয় থেকেও মাছে স্বনির্ভর নয় বাংলা, এবার মাছ চাষ বাড়াতে নতুন উদ্যোগ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যে মাছের উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে মৎস্য দফতর পঞ্চায়েতের নব নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা নেবে। এজন্য প্রতি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েতের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করে তুলতেই জেলায় জেলায় কর্মশালার আয়োজন করা হবে। যাতে তাঁরা দফতরের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে পারেন। তিনি বলেন, আগে যেভাবে মাছ চাষ হতো, সেই ধারণা বদলে গিয়েছে। মাছ চাষ এখন প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক হয়ে উঠেছে। তার যথাযথ প্রয়োগ না-হলে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। মৎস্য কর্মাধ্যক্ষরা যদি সেই বিষয়ে অবগত না থাকেন, তাহলে মুশকিল। তাই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কর্মাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা পঞ্চায়েত সমিতিগুলির মৎস্য কর্মধ্যক্ষদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। মৎস্য সচিব অবনীন্দ্র সিং জানিয়েছেন মাছের উৎপাদন বাড়াতে অব্যবহৃত জলাশয় ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, এরাজ্যে প্রায় ১৯ লক্ষ জলাশয় রয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। অথচ অন্ধ্র প্রদেশে এরাজ্যের এক তৃতীয়াংশ জলাশয় থাকলেও মাছের উৎপাদন এরাজ্যের তিনগুণ। তিনি বলেন এই বিপুল সংখ্যক অব্যবহৃত জলাশয় ব্যবহার করে রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।


