ইউরোর আগে জার্মানির জন্য অশনি সংকেত পাঠাল বেলজিয়াম

ইউরোর আগে জার্মানির জন্য অশনি সংকেত পাঠাল বেলজিয়াম
29 Mar 2023, 06:15 PM

ইউরোর আগে জার্মানির জন্য অশনি সংকেত পাঠাল বেলজিয়াম

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে হারাল বেলজিয়াম। ম্যাচের ফল ৩-২। রেইন ইনার্জি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ৬ মিনিটের মাথায় গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা ফরোয়ার্ড ইয়ানিক ক্যারাসকো। ৯ মিনিটে লিড ২-০ দেন লুকাকু। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নিকলাস ফুলক্রুগ।

দ্বিতীয়ার্ধে জার্মানির ম্যাচে ফেরার সুযোগ বন্ধ করে দেন ডি ব্রুইন নিজেই। লিয়ান্দ্রো ত্রোসার্দের বাড়ানো বলে পা ছুঁইয়ে ব্যবধান ৩-১ করেন এই তারকা মিডফিল্ডার। শেষদিকে জার্মানি অবশ্য আরও একটি গোল শোধ দেয়। ২১ বছরের তরুণ কেভিন শাদের বল নিয়ে ওপরে উঠে পাস দেন ডি বক্সে ওঁত পেতে থাকা সার্জ নাব্রিকে। দুটি দলই বিশ্বকাপের ব্যর্থতাকে কাটিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে। তবে এই জায়গায় বেলজিয়াম জার্মানির চেয়ে কিছুটা এগিয়ে আছে বলেই মনে হচ্ছে। কাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে ৩–২ গোলে হারিয়েছে বেলজিয়াম। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানির এই হার তাদের ওপর চাপ আরও বাড়াবে। জার্মান কোচ হানসি ফ্লিক স্বাভাবিকভাবেই এই হারে বিরক্ত, ‘আমরা বেলজিয়ামকে এ ম্যাচে চাপেই ফেলতে পারিনি। আমরা খুব একটা সক্রিয় ফুটবলও খেলতে পারিনি। বেলজিয়াম এ ব্যাপারটিকেই ব্যবহার করে জয় তুলে নিয়েছে।’ ৬৯বছর পর বেলজিয়ামের কাছে হার জার্মানির।

ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল স্পেন। তবে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে ধরাশায়ী হলো লা রোহারা।গতকাল অন্য এক ম্যাচে তুরস্কের বিপক্ষে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ওয়েলসের সাথে ড্র করলেও এই ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে লুকা মড্রিচের দেশ।

Mailing List