পুজোর আগেই সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হল টাকি শহরকে

পুজোর আগেই সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হল টাকি শহরকে
28 Sep 2022, 07:45 PM

পুজোর আগেই সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হল টাকি শহরকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ টাকি পুরবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হল বিধায়ক তহবিলের টাকায়। টাকি শহর ও পর্যটন কেন্দ্র এখন সিসি ক্যামেরার নজরদারিতে। শারোৎসব এর আগে বুধবার বিকেলে সিসি ক্যামেরার উদ্বোধন করেন বসিরহাট দক্ষিনের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী। শহর নজরদারির আয়োতায় আসায় স্বাভাবিকভাবেই খুশি পুরবাসী।

বর্তমান রাজ্য সরকার টাকীকে সম্পূর্ণ রূপে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। প্রায় নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি। বাকি কাজগুলিও দ্রুত করার চেষ্টা চলছে। তারই অঙ্গ হিসেবে এই কাজ আরও একধাপ এগিয়ে দিল। পর্যটন কেন্দ্র হওয়াতে সারা বছরই ইছামতী পাড়ে অবস্থিত এই শহরে মানুষের আনাগোনা। তাছাড়া দুর্গাপূজার সময় সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। ইছামতী নদীবক্ষে প্রতিমা নিরঞ্জন, আতস বাজির প্রদর্শনী দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ পাড়ি জমায় টাকীতে। ফলে দিনদিন টাকীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। এবার সেই কাজের অনেকটা সরলীকরণ করা গেল এই সিসি ক্যামেরা বসানোর মধ্যেদিয়ে।

টাকী পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখার্জি বলেন, বিধায়ক তহবিলের টাকায় রাজবাড়ী ঘাট থেকে চৌরঙ্গী পর্যন্ত ৭টি গুরুত্বপূর্ণ জায়গায় মোট ২০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পর্যটন কেন্দ্র হলেও এতদিন টাকীতে কোন সিসি ক্যামেরা ছিল না। এবার বসানো হল। এরজন্য বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জীকে পুরপ্রধান ধন্যবাদ জানিয়ে বলেন, এবার শহরটি নজরদারির আয়োতায় আসায় পুলিশ প্রশাসনের অপরাধ দমনে শুবিধা হবে। চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী বলেন, ক্যামেরা গুলি হাই রেজুলেশন নাইট ভিসান ক্যামেরা। ফলে পুলিশের রাতেও নজরদারিতে শুবিধা হবে। মোবাইলের মাধ্যমে এগুলি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যাবে। তিনি আরও বলেন, বিধায়ক তহবিলের তিন লক্ষ টাকা ব্যয়ে এই ক্যামেরা গুলি বসানো হয়েছে। আগামী দিনে আরও ১২টি ক্যামেরা বসানো হবে। তাতে পুরো টাকী শহন সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জোবি থমাস বলেন পুলিশের নির্দেশ মত ৭টি জায়গায় ক্যামেরা গুলি বসানো হয়েছে। এতে পুলিশি নজরদারি ও অপরাধ ও অপরাধীদের সনাক্তকরণের কাজ করতে শুবিধা হবে।

Mailing List