বাংলাদেশে পাচারের আগেই ৭০০ বোতল ফেন্সিডিল উদ্ধার মালদায়, ধৃত দুই

বাংলাদেশে পাচারের আগেই ৭০০ বোতল ফেন্সিডিল উদ্ধার মালদায়, ধৃত দুই
নারায়ণ সরকার, মালদা
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের কলেজ মোড়ে একটি গাড়ি আটক করে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। ওই গাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মিনারুল ইসলাম ও বাবু সেখ। দুইজনেরই বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার জোতকামাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি ফেনসিডিল বোতলগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সুত্র মারফত খবর পেয়ে অভিযান চালানোর সময় WB57 A6677 নম্বরের গাড়িটিকে ধাওয়া করার পর আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে ফেনসিডিল বোতলগুলো উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। ওই ধৃত ব্যক্তিদের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ কালিয়াচক থানার পুলিশ।



