মালদহে পঞ্চায়েত ভোটের আগেই ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল!

মালদহে পঞ্চায়েত ভোটের আগেই ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল!
নারায়ণ সরকার, মালদা
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে। অবশেষে গ্রামের বাসিন্দারা পেতে চলেছেন নলবাহিত পরিশ্রুত পানীয় জল। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করার কথা মালদার জনসভা থেকেই। তার আগেই হাজির বড় বড় পাইপ।
দীর্ঘ কয়েক বছর ধরে মালদহের পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৈতা গ্রামের বাসিন্দারা নলবাহিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সেই গ্রামে শুরু হয়েছে মাটি খনন করে পাইপলাইন এবং একটি জলাধার নির্মাণের কাজ। শনিবার সেই এলাকায় কাজের গুণগতমান দেখতে যান পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর হক।
তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এই এলাকায় জল সংকটের যে অভাব ছিল আর তা থাকবে না। প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন। আর এই জলধারা নির্মাণের কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালদার জনসভা থেকে তা করার কথা।


