রেকর্ড গড়ার হাতাছানি জকোভিচের সামনে, প্রতিপক্ষ কে?

রেকর্ড গড়ার হাতাছানি জকোভিচের সামনে, প্রতিপক্ষ কে?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের ফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জকোভিচ সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান অবাছাই বেন শেলটনকে। জকোভিচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে।
অন্যদিকে আরও এক অঘটন। টুর্নামেন্টের ফেভারিট কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠলেন রুশ তারকা ড্যানিলে মেদভেদেভ। অপ্রতিরোধ্য মনে হওয়া স্পেনের আলকারেজের বিরুদ্ধে অনবদ্য খেললেন মেদভেদেভ। আলকারেজকে কার্যত কোর্টে দাঁড়ানোর সুযোগই দিলেন না। রবিবার গ্র্যান্ডস্লামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন জকোভিচ-মেদভেদেভ।
এই নিয়ে ১৫ বার মুখোমুখি হতে চলেছেন জকোভিচ এবং মেদভেদেভ। এরআগে ১৪ বারের লড়াইয়ে ৯-৫ ফলে এগিয়ে আছেন জোকার।ম্যাচ জয়ের পর অভিনব কায়দায় সেলিব্রেশন করেন জকোভিচ। ফোন ভেঙে দেওয়ার স্টাইলে জয়ের সেলিব্রেশন করেন জোকার। এখনও পর্যন্ত ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকভিচ। যুক্তরাষ্ট্র ওপেনেই রেকর্ড সংখ্যক ২৪টি খেতাব জয়ের হাতছানি তাঁর সামনে। এদিনের ম্যাচের পরে মেদভেদেভ বলেন, ‘রবিবার এখানে খেলতে পারব ভেবে দারুণ লাগছে। যার ২৩টা গ্র্যান্ড স্ল্যাম আছে তাঁর বিরুদ্ধে আমাকে খেলতে হচ্ছে। আমার একটাই গ্র্যান্ড স্ল্যাম। চ্যালেঞ্জটা তো এটাই। ২০২১ সালে এখানেই ওকে হারিয়েছিলাম। যা খেলি তার থেকে ভালো খেলেছিলাম।
অন্যদিকে, খেতাব জয় অধরাই থাকল রোহন বোপান্নার। ডাবলসের ফাইনালে রাজীব রাম এবং জো স্যালিসবারির মুখোমুখি হয়েছিলেন বোপন্না ও ম্যাথিউ।চ্যাম্পিয়ন হলেও রাজীব রাম অভিভূত হয়ে গিয়েছেন বোপান্নার ওই ঘটনায়। পরে বলেওছেন, ‘বোপান্না কোর্টে যা করেছে, সত্যিই অভাবনীয় একটা ব্যাপার। আমরা তখন খানিকটা হলেও এগিয়ে। ২০-২৫ বছর টেনিস খেলছি, কখনও এমনটা ঘটতে দেখিনি।


