কুয়াশার কারণে সুবর্ণরেখা নদীতে ভিড় কম পুণ্য স্নানের!

কুয়াশার কারণে সুবর্ণরেখা নদীতে ভিড় কম পুণ্য স্নানের!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মকর সংক্রান্তিতেও গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে পূন্য স্নানের জন্য পুণ্যার্থীদের ভিড় নেই! ভাবতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। কুয়াশার কারণে পুণ্যার্থীদের ভিড় নেই বলে জানাচ্ছেন এলাকাবাসী।
উল্লেখ্য, প্রতিবছর মকর সংক্রান্তি উপলক্ষে ভোররাত থেকেই গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে ভিড় জমান হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু এবছর সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় গোপীবল্লভপুর শহর। যার কারনেই গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে পুণ্য স্নান করতে আসা মানুষজনের ভিড় নেই। বেলা বাড়লে হয়তো ভিড় বাড়বে নদী তীরে এবং পুণ্য স্নানের সাথে সাথে অনুষ্ঠিত হবে টুসু বিসর্জন উৎসব। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ভোর হলেই বহু মানুষের ভিড় হয় এই নদীতে। সকলেই আসেন স্নানের জন্য। দূরদুরান্ত থেকেও মানুষ ভিড় জমাতেই। কিন্তু চলতি বছরে কুয়াশা এত বেশি ছিল যে দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল। ফলে সাইকেল বা মোটর সাইকেলে করে দূরদুরান্ত থেকে আসা মানুষজন ঝুঁকি নেননি।


