শিশু মৃত্যুর জের? সরানো হল তিলজলা থানার ওসিকে

শিশু মৃত্যুর জের? সরানো হল তিলজলা থানার ওসিকে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোকে মারধর করা হয়েছিল তিলজলার থানায়। এই অভিযোগে তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন প্রিয়ঙ্ক কানুনগো। ঘটনার শোরগোল পড়ে গিয়েছিল। এই আবহে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়কে শনিবার বদলি করল রাজ্য সরকার। তাঁকে পাঠানো হল কলকাতা পুলিশের ট্রেনিং অ্যাকাডেমিতে। তিলজলা থানার নতুন ওসি হলেন সুপ্রতিক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই তিনজলায় শিশু মৃত্যুর ঘটনার তদন্তে সেখানে আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। ঘটনাস্থলে এসে তিলজলা থানায় গিয়েছিলেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। সেখানে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলার সময়, তা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। আর সেই ভিডিয়ো রেকর্ডিংয়ে আপত্তি জানান কমিশনের চেয়ারপার্সন।
অভিযোগ, তিনি বাধা দিতে গেলে ৭-৮ জন লোক তাঁকে ঘিরে ফেলে। সেই সময় তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় তাঁকে মারধরও করেন বলেই অভিযোগ করেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। ওই ঘটনার পর ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৩, ৩৪১, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় বিশ্বক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপর গতকাল রাতেই প্রিয়ঙ্ক কানুনগোর হোটেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পুলিশ কর্তারা। সেই সময়েই অভিযোগ দায়ের করেন তিনি। জামিন অযোগ্য ধারায় অভিযোগ করার পর এবার বদলি করা হল তিলজলা থানার ওসিকে। তিলজলা থানা থেকে তাঁকে আপাতত পাঠানো কলকাতা পুলিশের ট্রেনিং অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। যদিও এই বদলির কারণ নিয়ে প্রশাসনিক স্তর থেকে কোনও মন্তব্য করা হয়নি।


