ফ্যাশনেবল থাকুন অফিসে পর পার্টিতেও

ফ্যাশনেবল থাকুন অফিসে পর পার্টিতেও
12 May 2023, 02:45 PM

ফ্যাশনেবল থাকুন অফিসে পর পার্টিতেও

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ অফিসের ফরমাল পোশাক আর অফিস শেষে অনুষ্ঠানের জন্য আরেক পোশাক পরার ঝক্কিতে পড়েন অনেকেই। তবে এই নিয়ে বিশেষ চিন্তারও কিন্তু কিছু নেই। এই গরমে আরামটাই মুখ্য বিষয়। কোন ধরনের পোশাকে স্বস্তি মিলবে, সেটাই আগে বেছে নিতে হবে। আর সঙ্গে অফিস পরিবেশ ও স্টাইল—দুটোতেই দিতে হবে মনোযোগ।
প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে কিছুতেই স্থির করতে পারেন না কোন পোশাকটা পরবেন? পার্টি, বিয়েবাড়ির মতো অনুষ্ঠানের জন্য আলাদা করে ফ্যাশনদুরস্ত পোশাক কিনে রাখলেও, কাজের জায়গার জন্য উপযুক্ত পোশাক কেনার কথা প্রায় মাথায় থাকে না? তাই সেই কোনওমতে কিছু একটা চলনসই গোছের পরে নিয়ে, অফিস চলে যান? তাহলে আপনার জন্যই এবারের ফ্যাশন৷
অফিসের ফ্যাশন তো নিঃসন্দেহে পার্টির ফ্যাশনের চেয়ে আলাদা৷ পাওয়ার ড্রেসিং শব্দটি তো আর এমনি এমনি আসেনি৷ আমাদের পেশাদার জীবনের সঙ্গে তার একটা বেশ গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে৷ পোশাকের মাধ্যমে নিজের যোগ্য উপস্থিতি জাহির করাই পাওয়ার ড্রেসিং-এর মূল উদ্দেশ্য৷ তবে পাওয়ার ড্রেসিং মানেই পশ্চিমী পোশাক নয়৷ খাঁটি ভারতীয় পোশাকও যথার্থ পাওয়ার ড্রেস হয়ে উঠতে পারে৷
অফিসের পরার জন্য এথনিক ওয়্যারের মধ্যে কুর্তি হচ্ছে সবচেয়ে ভালো অপশন৷ আর কুর্তির ফ্যাব্রিকের মধ্যেই রয়েছে দেশি পাওয়ার ড্রেসিং-এর আসল রহস্য৷ খাদি, লিনেন, ভালো মানের সুতির একরঙা কুর্তিই উপযুক্ত অফিস অ্যাটায়ার৷ একরঙা কুর্তি ছাড়াও ভার্টিকাল স্ট্রাইপের কুর্তিও বাছতে পারেন৷ তবে কুর্তিতে যেন সিক্যুইন বা সুতোর নকশা না থাকে৷ বরং নেকলাইনটা প্লেন না রেখে নানা ধরনের কলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন৷ আর অতি অবশ্যই পোশাকের ফিটিং-এর দিকে নজর রাখতে হবে৷ অফিস অ্যাটায়ারের মূল কথাই হল ফ্যাব্রিক আর শ্যিলুটে৷
অ্যাপিয়ারেন্সে থাকতে হবে একটা নিট লুক৷ যেমন- কুর্তি৷ চুডি়দারের সঙ্গেও পরা যায়, আবার ডেনিমের সঙ্গেও মিক্স অ্যান্ড ম্যাচ করা যায়৷ এমনকী কুর্তির সঙ্গে স্লিভলেস জ্যাকেট দিয়েও মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন৷ এক আধ দিন কুর্তির বদলে হাঁটুঝুল টিউনিকও বেছে নিতে পারেন৷ একরঙা শিফনের টিউনিকও খুব ফ্যাশনেবল৷

Mailing List