করমপুজোর দিনে সাবধানে চলুন, জঙ্গলে কোথায় কত হাতি জানিয়ে দিল বন দফতর

করমপুজোর দিনে সাবধানে চলুন, জঙ্গলে কোথায় কত হাতি জানিয়ে দিল বন দফতর
26 Sep 2023, 09:45 AM

করমপুজোর দিনে সাবধানে চলুন, জঙ্গলে কোথায় কত হাতি জানিয়ে দিল বন দফতর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুজো মানেই উৎসব। আর উৎসব মানেই আনন্দে মেতে ওঠা। জঙ্গলমহলে করমপুজো হয় অতি উৎসাহের সঙ্গে। চলতি বছরে রাজ্য সরকার আবার করম পুজোয় পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। কিন্তু এই সময় জঙ্গলে রয়েছে হাতিও। হাতির কখনও ঢুকে যাচ্ছে গ্রামে, তো কখনও মাঠে। শস্যহানির পাশাপাশি বাড়িও ভাঙছে। ঘটছে প্রাণহানির ঘটনা। এমন সময়, বন দফতরও সব সময় সতর্ক থাকছে। মানুষকে সাবধান করতে কোন জঙ্গলে কত হাতি রয়েছে, সেই এলাকায় কিভাবে পথ চলতে হবে সে ব্যাপারেও সতর্ক করছে।

করমপুজোর দিন অর্থাৎ ২৬:০৯:২০২৩ হাতির অবস্থান ও হাতির সংখ্যা জানিয়ে দিল বন দফতর।  

রূপনারায়ণ বনবিভাগ: মোট: ৪৩-৪৫টি হাতি।

 রেঞ্জ: গড়বেতা, খড়িকাসুলি, হাতি ৪০-৪২টি।

রেঞ্জ: হুমগড়, পেরুয়াবাদ হাতি ১টি।

রেঞ্জ: গোয়ালতোড়, কদমডিহা, হাতি ১টি। জঙ্গল খাস-৬৮৮-হাতি ১টি ।

বিট: মিরগা রেঞ্জ: আড়াবাড়ি

এই মুহূর্তে আড়াবাড়ি রেঞ্জের জোড়া কুসুমীতে ২০ থেকে ২৫ টি হাতি অবস্থান করেছে

রেঞ্জ- ঝাড়গ্রাম বিট- পুকুরিয়া

এই মুহূর্তে বেনিপুরে কাটা জঙ্গলে 2 টি হাতি রয়েছে।

রূপনারায়ণ বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন, বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ, এর থেকে দূরে থাকুন। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলেই সতর্ক থাকিবেন।

Mailing List