ব্যাটিং বিপর্যয় বাংলার, চোটের জন্য ব্যাট করলেন না অনুষ্টুপ

ব্যাটিং বিপর্যয় বাংলার, চোটের জন্য ব্যাট করলেন না অনুষ্টুপ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচে ব্যাটিং বিপর্যয় বাংলার। ওড়িশার প্রথম ইনিংসে ২৬৫ রান তুলেছিল। বিনিময়ে বাংলার ইনিংস শেষ হয়ে যায় ১০০ রানে। যে কারণে ফলো অন খেয়ে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেন বাংলার ব্যাটসম্যানরা।তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বাংলার রান ২২০। ৫৫ রানে এগিয়ে মনোজ তিওয়ারির দল। বৃহস্পতিবার ইডেনে ওড়িশার বিরুদ্ধে মাত্র ১০০ রানে শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস।চোটের জন্য ব্যাট করতে নামেন নি অনুষটুপ। ঘরের মাঠে নকআউট পর্বের জন্য ভাল একটা ম্যাচ প্র্যাকটিস চেয়েছিলেন বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্লা। সেটিখুব একটা ভালো হল না তাদের।
এদিকে, চোট সারিয়ে মাঠে ফিরেই বল হাতে নজর কাড়লেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে দু'ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিলেন ভারতীয় অলরাউন্ডার। তার মধ্যে শুধুমাত্র দ্বিতীয় ইনিংসেই ৭ উইকেট নিয়েছেন তিনি। চেন্নাইয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলায় সৌরাষ্ট্রের অধিনায়কত্ব করছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর এটাই রবীন্দ্র জাদেজার প্রথম প্রথম শ্রেণির ম্যাচ। তবে যে ধরনের কামব্যাক রবীন্দ্র জাদেজার থেকে টিম ইন্ডিয়া আশা করছিল এটা সেটাই। রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত সেভাবে পারফর্ম করতে পারেননি।
জাডেজার বোলিং স্বস্তি দিচ্ছে রোহিত শর্মাদের। নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে রঞ্জি ম্যাচে দেখে নেওয়া হবে জাডেজা চোট সারিয়ে পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা। জাডেজাকে নিয়ে বিসিসিআই কর্তারা ঝুঁকি নিতে চাইছেন না।


