বাতাবি লেবুর ত্বকচর্চা

29 May 2023, 01:30 PM
বাতাবি লেবুর ত্বকচর্চা
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বাতাবিলেবু দিয়ে ত্বকচর্চা(skincare)! সেটা আবার হয় নাকি! তবে যারা এমন ভাবছেন, তাদের বলি। বাতাবিলেবু দিয়েও ত্বক চর্চা করা যায়। রইল কিছু টিপস-
- বাতাবিলেবু ব্যবহারে ত্বক হবে ঝকঝকে। তার কারণ এটি ত্বক ডিটক্স করতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বক এক্সফোলিয়েট(exfoliet) ও উজ্জ্বল করতে পারে।
- বাতাবিলেবুতে থাকা ভিটামিন সি ত্বককে যে কোনও সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে।
- বাতাবিলেবু সাইট্রাস জাতীয় ফল হওয়ায় এতে প্রাকৃতিক অ্যাসিডের পরিমাণ অনেক। তাই এটি মৃত কোষ ছাড়াতে সাহায্য করে।
- এছাড়া ত্বক থেকে বলিরেখা দূর করতেও এর জুড়ি মেলা ভার। দইয়ের সঙ্গে মিশিয়ে বানিয়ে নিন ঘরোয়া প্যাক। মিনিট দশ রেখে হালকা গরম জলে ধুয়ে নিন।
- ত্বক এক্সফোলিয়েট করতে বাতাবিলেবুর রস, সামান্য অলিভ অয়েল ও কফি নিন। সব উপকরণ মিশিয়ে নিয়ে স্ক্রাব করুন। এতে ত্বক পরিষ্কার হবে।
- বাতাবিলেবু দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।


