বীরভূম ও বকুলতলা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করল বারুইপুর পুলিশ, ধৃত এক

বীরভূম ও বকুলতলা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করল বারুইপুর পুলিশ, ধৃত দুই
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বীরভূম ও বারুইপুরের বকুলতলা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সঙ্গে বেশ কয়েকরাউন্ড গুলিও উদ্ধার হয়েছে।
SOG টিম এবং বকুলতলা থানা (Baruipur District Police) গোপন সূত্রে হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশি করতেই বেরিয়ে পড়ে একগুচ্ছ আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলি। ১জন দুস্কৃতিকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির সঙ্গে জড়িত ওই যুবক। কাদের আগ্নেয়াস্ত্র বিক্রি করতো, কোথা থেকে সেগুলি নিয়ে আসে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্ত শুরু করেছে পুলিশ।
এছাড়াও, পশ্চিমবঙ্গ এস.টিএফ বীরভূম জেলার বোলপুর থেকে একটি ৭.৬৫ এমএম ইম্প্রোভাইজড সেমি-অটোমেটিক পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি সহ ১ জনকে গ্রেফতার করেছে।


