ফের গরম ব্যারাকপুর, এবার গ্রেফতার তৃণমূল চেয়ারম্যানের ছেলে

ফের গরম ব্যারাকপুর, এবার গ্রেফতার তৃণমূল চেয়ারম্যানের ছেলে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গ্রেফতার করা হয়েছে পুরসভার তৃণমূল চেয়ারম্যানের ছেলেকে। ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় মাঝেমধ্যেই রাজনৈতিক উত্তাপ লেগেই রয়েছে। কখনো সখনো দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হতে দেখা যায়। এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর এলাকা। বুধবার রাতে দুইদলের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তৃণমূল- বিজেপির বেশ কয়েকজন এই মারামারিতে জখম হন। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তাদের নেত্রী শম্পা সরকারের স্বামী সৌমেন সরকারকে নৈহাটি পৌরসভার তৃণমূল চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় এবং তার বাহিনী বেধড়ক পেটায়। প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে সৌমেনকে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে কল্যাণীতে ভর্তি করা হয়। বিজেপির তরফে রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। আর দেখা যায়, তার কিছুক্ষণ পরেই চেয়ারম্যানের ছেলেকে পুলিশ গ্রেফতার করে। অভিজিৎ নৈহাটি এলাকার যুব তৃণমূলের নেতা।
নৈহাটি সহ সংলগ্ন এলাকা বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে সংঘর্ষের সংখ্যা তুলনায় কিছুটা কমেছে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, চেয়ারম্যানের ছেলে অভিজিৎ যখন মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন, তখন বিজেপির বেশ কয়েকজন তাকে গালাগালি করে। তিনি প্রতিবাদ করায় বচসা শুরু হয়। আর তারপরেই তা মারামারির আকার নিয়ে নেয়। বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।


