সেমিতে বার্সেলোনা, মেসিকে ঘিরে নতুন জল্পনা

সেমিতে বার্সেলোনা, মেসিকে ঘিরে নতুন জল্পনা
26 Jan 2023, 04:00 PM

সেমিতে বার্সেলোনা, মেসিকে ঘিরে নতুন জল্পনা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদকে সুপার কাপের ফাইনালে হারানোর পর এবার লিগ কাপের সেমিতে উঠে গেলো বার্সেলোনা।

ঘরের মাঠে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে কোনরকম সুযোগই দেয়নি বার্সেলোনা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি।শেষে ফরাসি স্ট্রাইকারকে প্রশংসায় ভাসিয়েছেন জাভি, ‘দেম্বেলে অনেক পরিণত হয়েছে। ও ভয়ংকর একজন ফুটবলার। আমরা সব সময়ই বলি, ডি বক্সের মধ্যে ওর বেশি বেশি শট নেওয়া প্রয়োজন। কারণ ওর ওই সামর্থ্য আছে, ও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। আমার দেম্বেলের প্রতি বিশ্বাস আছে। ওর সামর্থ্য আছে। আমরা শুধু ওকে আত্মবিশ্বাস দিয়েছি। ও নিজেও খেলাটা উপভোগ করছে, সমর্থকেরাও ওর খেলা উপভোগ করছে। আমার মনে হয় ওর পজিশনে ও অন্যতম সেরা ফুটবলার।’

পিএসজি তে কি মন বসছে না মেসির। নতুন বছরে মেসিকে নিয়ে নতুন জল্পনা। মূলত বিশ্বকাপের পরই বদলেছে মেসির মনোভাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন করে ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করতে চান তিনি। তাই পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে অনাগ্রহ সাতবারের ব্যালন ডি’অরজয়ীর। তবে রোমেরো এটাও বলছেন, পিএসজি ছাড়লে যে মেসি বার্সায় ফিরবেন এমন কোনো নিশ্চয়তা নেই। আবার মন বদলে থেকেও যেতে পারেন প্যারিসে।

Mailing List