কথা রাখলেন বারাসতের কাউন্সিলর দেবব্রত পাল, মহালয়াতেই উদ্বোধন স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্সের

কথা রাখলেন বারাসতের কাউন্সিলর দেবব্রত পাল, মহালয়াতেই উদ্বোধন স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্সের
25 Sep 2022, 03:15 PM

কথা রাখলেন বারাসতের কাউন্সিলর দেবব্রত পাল, মহালয়াতেই উদ্বোধন স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্সের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী দেবব্রত পাল। কথা রাখলেনও। ভোটে জিতে ৬ মাসের মধ্যেই বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে তৈরি করে দিলেন উপস্বাস্থ্য কেন্দ্র। মানুষের সেবায় দিলেন অ্যাম্বুলেন্সও। শিশুদের জন্য খেলধুলা, বিনোদনের জন্য শিশু উদ্যানটিও উদ্বোধনের পথে বলে জানালেন। মহালয়ার পুণ্য লগ্নে রবিবার উপস্বাস্থ্য কেন্দ্র ও অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত শহর তৃণমূল সভাপতি তথা পুরপিতা অরুন ভৌমিক, অভিজিৎ নাগ চৌধুরী, ডাঃ বিবর্তন সাহা সহ আরও অনেকে।

 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশনি মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডটি বামেদের দখলে ছিল। তাই উন্নয়নও থমকে ছিল। দেবব্রত পাল পুরপিতা হওয়ার পর প্রভুত উন্নয়ন হচ্ছে। দেবব্রত বাবু বলেন, ভোটে লড়াইয়ের আগে মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলাম বারাসাত পুরসভার মধ্যে ১০ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করবো। আগামী ৫ বছরের মধ্যে সেটা করে দেখাবো। সেই লক্ষ্যেই এই কাজ। মানুষের দাবি ছিল এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন। সেটা করা হল। এলাকার পুরনো পরিত্যক্ত পঞ্চায়েত কার্যালয়টি সম্পূর্ণ সংস্কার করে সেখানেই স্বাস্থ্যকেন্দ্রটি করা হয়েছে। আগামীদিন এখানেই প্রতিদিন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসকও বসবেন বলে জানান তিনি। এছাড়াও দিনরাত্রি ২৪ ঘন্টাই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করলেন।

 

এদিন ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতার উদ্যোগে ৪ হাজারের বেশি দুস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এখান থেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও ডুয়ার্সের বাতাবাড়ি চা বাগানেও নতুন বস্ত্র পাঠিয়ে দেওয়া হয়। সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের চিকিৎসক সাংসদ কাকলী ঘোষ দোস্তিদার। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্মামী সহ আরও অনেকে।।

Mailing List