বর্ষশেষে বড় দুর্ঘটনা, একসঙ্গে ট্রেনে কাটা পড়লেন ব্যাঙ্ক অফিসার, ব্যবসায়ী ও শিক্ষক

বর্ষশেষে বড় দুর্ঘটনা, একসঙ্গে ট্রেনে কাটা পড়লেন ব্যাঙ্ক অফিসার, ব্যবসায়ী ও শিক্ষক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: একসঙ্গে ট্রেনে কাটা পড়লেন ব্যাঙ্ক অফিসার, ব্যবসায়ী ও শিক্ষক। ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজনের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর আজ উপজেলার নারায়ণপুর গ্রামে। রাজশাহী-ঈশ্বরদী রেলপথে দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ব্যাংক এশিয়ার নাটোরের গোপালপুর শাখার কর্মকর্তা সাথী বেগম (২৪), আসবাবপত্র ব্যবসায়ী জুমির শেখ (৬৬) ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মুনতাজ আলী (৬৫)। এর মধ্যে সাথী বেগম ও জুমির শেখের বাড়ি লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামে এবং মুনতাজ আলীর বাড়ি একই উপজেলার কেশবপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তিনজনেই ট্রেন লাইন পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় একটি মালগাড়ি যাচ্ছিল। ফলে তিনজনেই থেমে যান। মালগাড়িটি পেরিয়ে যেতেই তাঁরা ট্রেন লাইন পার হওয়ার জন্য হাঁটা শুরু করেন। কিন্তু অন্য লাইনে যে উল্টোদিক থকে একটি ট্রেন আসছে তা বুঝতেই পারেননি। লাইন পেরেনোর সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তাঁরা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।


