সুন্দরবনের বেশিরভাগ অংশই বাংলাদেশে, তবু পর্যটক এত কম কেন?
সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী (Heritiera fomes) এবং গেওয়া (Excoecaria agallocha)। বনে ২৯০ টি পাখি, ১২০ টি মাছ, ৪২ টি স্তন্যপায়ী, ৩৫ টি সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতি সহ ৪৫৩ ধরণের প্রাণী ও বন্যপ্রাণীর বাসস্থান।