চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস, আজ থেকেই পাওয়া যাচ্ছে টিকিট

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস, আজ থেকেই পাওয়া যাচ্ছে টিকিট
আনফোল্ড বাংলা প্রতিবেদন : দুবছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেন।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে চালু হচ্ছে বন্ধন ও মিতালী এক্সপ্রেস। এই ট্রেনগুলির টিকিট বিক্রি শুরু হল মঙ্গলবার থেকে। শুধু কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে পাওয়া যাবে এই ট্রেনের টিকিট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে পাওয়া যাচ্ছে টিকিট। নির্ধারিত কাউন্টারে ঢাকা থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং নতুন চালু হওয়া মিতালী এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে।
দুবছর ধরে বন্ধ থাকার পর আগামী ২৯ মে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেসের চলাচল শুরু হচ্ছে৷ প্রথমবারের মতো ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া ৩ হাজার ৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৪৫৫ টাকা।
মিতালী এক্সপ্রেস ২৬ মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। কিন্তু করোনার কারণে এটি চালু হচ্ছে আগামী ১ জুন থেকে।
মিতালী এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবি ও বুধবার ছাড়বে। ট্রেনের এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।
১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।


