Bangladesh:আমির খানের নায়িকার ভূমিকায় বাংলাদেশের ফারিন!

Bangladesh:আমির খানের নায়িকার ভূমিকায় বাংলাদেশের ফারিন!
18 Sep 2023, 02:30 PM

Bangladesh:আমির খানের নায়িকার ভূমিকায় বাংলাদেশের ফারিন!

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ অতনু ঘোষের আরও এক পৃথিবী দিয়ে তার ভারতে প্রথম ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু, সাহেব চট্টোপাধ্যায়ের মতো নামী অভিনেতাদের সঙ্গে দাপিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল বাংলাদেশের তাসনিয়া ফারিনকে (Tasnia farin)। ফারিনের অভিনয়ের প্রশংসাও করেছেন। তবে দ্বিতীয় বার তিনি ভারতীয় ছবিতে অভিনয়ের করার ডাক পেয়েছেন পরিচালক বিপ্লব গোস্বামীর থেকে। তাঁর আগামী ছবি ‘পাত্রী চাই’-এর জন্য। এই ছবিতে ফারিনের বিপরীতে অর্জুন চক্রবর্তী। দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী এবং মমতাশঙ্করকেও।
কিন্তু সেই খবরের রেশ বাসি হতে না হতেই নতুন ঝড়, এবার নাকি আমির খানের নায়িকা হচ্ছেন বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী! তবে তাঁর সাফ দাবি, তিনি আমির খানের (Amir khan)প্রযোজনা কিংবা বলিউডের কোনও ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হননি।
নায়িকার কথায়, আমির খানের সঙ্গে ফারিনের কোনও যোগসূত্র নেই। বিপ্লবের লেখা চিত্রনাট্য থেকেই ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করেছেন আমির। ওই ছবির পরিচালক প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সেখান থেকেই আমিরের সঙ্গে নাম জড়ানো হয়েছে ফারিনের।

Mailing List