সামনেই বাংলা নববর্ষ ১৪৩০, প্রচুর অর্থলাভ হবে এই ৫ রাশির

সামনেই বাংলা নববর্ষ ১৪৩০, প্রচুর অর্থলাভ হবে এই ৫ রাশির
23 Mar 2023, 02:30 PM

সামনেই বাংলা নববর্ষ ১৪৩০, প্রচুর অর্থলাভ হবে এই ৫ রাশির

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আর কিছুদিন, তারপরই শুরু হবে বাংলা নববর্ষ ১৪৩০। বাঙালিরা নতুন বছর শুরু করেন বৈশাখ মাস থেকে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয় বৈশাখ মাস। এই মেষ সংক্রান্তির পরের দিন থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয় নতুন বছর।
আগামী ১৫ এপ্রিল পড়েছে পয়লা বৈশাখ। সেদিন থেকেই শুরু হবে নতুন বছর ১৪৩০। আর সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান কী থাকবে তা বিচার করে জ্যোতিষ গণনা বলছে নতুন বছরে এবার আর্থিক ভাগ্যে নয়া চমক দেখা দেবে পাঁচ রাশির জাতকদের। নতুন বছরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, তেমনই নিজের চেষ্টায় প্রচুর উপার্জন করতে পারবেন।

​মেষ রাশি​- মেষ রাশির জাতকদের নতুন নতুন কাজের প্রতি যেমন উৎসাহ বাড়বে, তেমনই উন্মাদনাও বৃদ্ধি পাবে। এই সময় এনার্জিতে টগবগ করে ফুটবেন মেষ রাশির জাতকরা। নিজের মায়ের কাছ থেকে কোনও ভাবে অর্থলাভ হতে পারে তাঁদের। মেষ রাশির জাতক যাঁরা গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত, তাঁরাও নতুন বছরে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এই সময় চাকরিতে বড় কোনও সুযোগ আসার সম্ভাবনা আছে মেষের জাতকদের সামনে। সেই সুযোগ যদি কাজে লাগাতে পারেন, তাহলে কেরিয়ারের দিক থেকে আর পেছন ফিরে তাকাতে হবে না আপনাকে।

​ধনু রাশি​- মনে ভরপুর আনন্দ থাকবে ধনু রাশির জাতকদের। নানা ক্ষেত্র থেকে এই সময় শুভ সংবাদ পেতে পারেন আপনি। নববর্ষে চাকরির জন্য বিদেশে যাত্রাও হতে পারে ধনু রাশির জাতকদের। ১৪৩০ সালে অনেকটা আয় বাড়ার সম্ভাবনা আছে ধনুর জাতকদের। অফিসে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে অফিসারদের পাশে পাবেন। নতুন বছরে সব ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পাবেন আপনি। জীবনে কোনও সংকট আসলে নিজের বুদ্ধি প্রয়োগ করে কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। এই সময় ধনু রাশির জাতকদের সুক্ষ বুদ্ধির পরিচয় মিলবে।

​মিথুন রাশি​- বাংলা নববর্ষ ১৪৩০-এ মিথুন রাশির জাতকদের ব্যবসায় প্রচুর উন্নতি হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যাচ্ছে যে, মিথুনের জাতকদের এই সময় চাকরিতে নতুন সুযোগ মিলবে। মিথুন রাশির জাতক হলে কেরিয়ারে এই সময় বড় কোনও সাফল্য পেতে পারেন আপনি। পরিবারেও সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। মায়ের সান্নিধ্য ও ভালোবাসা লাভ করবেন মিথুন রাশির জাতকরা। যে কোনও প্রয়োজনে নিজের ভাইকে সব সময় পাশে পাবেন। সার্বিকভাবে নতুন বছরে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশির জাতকদের।

​মীন রাশি​- বাংলা নতুন বছরে কেরিয়ারে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন মীন রাশির জাতকরা। এই সময় আপনার কাজ সবার প্রশংসা পাবে। কর্মক্ষেত্রে সব অ্যাসাইনমেন্ট সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন আপনি। তবে কোনও কারণে মনের মধ্যে দুশ্চিন্তা কাজ করতে পারে। মীন রাশির জাতকদের সেই কারণে এই সময় নিজের মানসিক যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন।

​বৃশ্চিক রাশি​- নতুন বছরে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সময় আপনার আর্থিক ভাবে লাভের সুযোগ বাড়বে অনেকটাই। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা লাভ করবেন আপনি। বেতন বৃদ্ধি হতে পারে। তবে চাকরিতে নতুন বছরে অন্যত্র বদলি হওয়া সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির জাতকদের। জীবনে প্রেম বাড়বে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর ও গভীর হবে আপনার।

 

Mailing List