শক্তি বাড়াল বেঙ্গালুরু, সুনীলের সঙ্গী এবার সন্দেশ

শক্তি বাড়াল বেঙ্গালুরু, সুনীলের সঙ্গী এবার সন্দেশ
14 Aug 2022, 08:19 PM

শক্তি বাড়াল বেঙ্গালুরু, সুনীলের সঙ্গী এবার সন্দেশ

 

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের দামি সন্দেশ এবার বেঙ্গালুরুতে। প্রায় পাঁচ বছর পর ফের নিজের পুরনো ক্লাবে ফিরে গেলেন সন্দেশ ঝিঙ্ঘান।

সবুজ মেরুন ছাড়ার পর থেকেই সন্দেশের ভবিষ্যত্ নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, সন্দেশ ফের বিদেশের কোনও ক্লাবে খেলতে চান। সেইমতো বিদেশের ক্লাবগুলির সঙ্গে যোগাযোগও করছিলেন তিনি। তবে বিদেশের পাশাপাশি এদেশের একাধিক ক্লাবও দীর্ঘদেহী এই ডিফেন্ডারকে পেতে ঝাঁপিয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু। সূত্রের দাবি, ইমামির সঙ্গে চুক্তি করার আগে থেকেই সন্দেশের সঙ্গে যোগাযোগ রাখছিল ইস্টবেঙ্গল। চুক্তি স্বাক্ষর হয়ে গেলে সন্দেশকে নেওয়ার জন্য ঝাঁপায় লাল-হলুদ শিবির। ২০২০ সালে কেরল ব্লাস্টার্স থেকে বিশাল অঙ্কের চুক্তিতে ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানকে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান। প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তুলেছিলেন সন্দেশ। কিন্তু গত মরশুমে ইউরোপে পারি দেন ভারতের এই ডিফেন্ডার। ক্রোয়েশিয়ার ক্লাব সিবেনিকে যোগ দেন তিনি। তবে এর পরেই গোটা পরিস্থিতি বদলে যায়। চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ। সিবেনিক থেকে আবারও ফিরে আসেন মোহনবাগানে।ডুরান্ড কাপে খেলবে বিএফসি। ডুরান্ডের গ্রুপ-এতে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের সঙ্গেই একই গ্রুপে রয়েছেন মহামেডান স্পোর্টিং, এফসি গোয়া, জামশেদপুর এফসি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স। ২১ আগস্ট সুনীলদের প্রথম ম্যাচ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।

 

এদিকে ফেডারেশনের নির্বাচনে সুব্রত দত্তের মনোনয়ন বাতিল করলেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা। প্রশাসনিক কমিটির প্রস্তাবিত গঠনতন্ত্রের খসড়ায় সুব্রত দত্তের ক্রাইটেরিয়া পূরণ না হওয়াতেই, তাঁর নাম বাতিল করা হয়। প্রশাসনিক কমিটির প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ফেডারেশনের গভর্নিং বডিতে কেউ টানা ১২ বছর (৩টে মেয়াদ) থাকতে পারবেন না। ২টো মেয়াদ পূরণের পর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। দেশের ক্রীড়া বিধি মেনে ফেডারেশনের গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছে প্রশাসনিক কমিটি।

Mailing List